বাঁশখালীতে হাসপাতালের নাম ভাগিয়ে জমজমাট মাটি ব্যবসা প্রভাবশালী সিন্ডিকেট
মোহাম্মদ এরশাদ, সত্যকন্ঠ;বাঁশখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বাঁশখালীতে প্রস্তাবিত স্মৃতি ৭১ হাসপাতাল(সাইট ফর মেমোরি ৭১ হসপিটাল) নামক একটি বেসরকারি হাসপাতাল নির্মাণ করতে হাসপাতালের তলা ভরাট করার করার দায়িত্ব নিয়ে অবৈধ ভাবে বিভিন্ন জায়গায় মাটি বিক্রি করে লাখ লাখ টাকা অবৈধ উপার্জন করলেও ওই হাসপাতালের তলায় এক মুঠোয় মাটিও দেয়নাই মর্মে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শনকালে দেখা যায়,বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজের সামান্য উত্তরে খানখানাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এলাকায় স্মৃতি ৭১ হাসপাতাল (সাইট ফর মেমোরি ৭১ হসপিটাল (SITE FOR MEMORY 71 HOSPITAL) টাইগার আই চি ফাউন্ডেশন কতৃক প্রস্তাবিত একটি বেসরকারি হাসপাতাল নির্মাণ করার লক্ষ্যে ওই হাসপাতালের তলায় মাটি ভরাট করার দায়িত্ব পান বাহারচড়া ইউপির হামিদ বাহার নামের এক মাটি ব্যবসায়ী।
এরই প্রেক্ষিতে বাহারচড়া ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল গনীর প্রজেক্ট থেকে মাটি খনন করে নির্মাণাধীন হাসপাতালটির তলা মাটি ভরাট করার কথা থাকলেও এক মুঠোয় মাটিও সেখানে দেয়া হয়নি বলে অভিযোগ স্থানীয় সচেতন মহলের।
এবিষয়ে অভিযুক্ত হামিদ বাহার বলেন, হাসপাতালটির তলা ভরাট করার মাটি কাটার অনুমোদন দিয়েছে উপজেলা প্রশাসন।এছাড়াও উপজেলা প্রশাসন ৩টি প্রজেক্ট থেকে মাটি কাটার জন্যে লিখিত অনুমোদন দিয়েছে আমাকে।লিখিত অনুমোদনের কপি বাহারচড়া পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এস আই মুজিবুরকে দেওয়া হয়েছে।হাসপাতালের তলা ভরাট করছেন কিনা? জানতে চাইলে হামিদ বাহার বলেন, ওখানেই ভরাট করা হচ্ছে বললেও সরেজমিনে পরিদর্শনে হাসপাতালের জায়গাতে এক মুঠোয় মাটিও দেখা যায়নি। এ বিষয়ে
স্থানীয় সচেতন মহলের দাবি, হাসপাতালের তলায় এখনো পর্যন্ত কোন মাটি ভরাট করা হয়নি,প্রান্তিক জনপদে এই হাসপাতাল খুবই জরুরি।কিন্তু হাসপাতালের নামে বিভিন্ন জায়গায় মাটি বিক্রি করা হলেও এখনো পর্যন্ত হাসপাতালের জায়গাতে মাটি ভরাট করা হচ্ছে না।বর্ষাকালিন সময়ে বৃষ্টিরদিনে ভরাট করতে মাটি পাওয়া যাবেনা,তাই হাসপাতালের জায়গা ভরাট করে দ্রুত হাসপাতালটি নির্মাণ কার্যক্রম শুরু করার দাবি জানান।
এবিষয়ে বাহারচড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ মুজিবুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, কে বলছে আমাকে অনুমোদন কপি দিয়েছে? এধরনের কোন কাগজপত্র আমাকে দেয়া হয়নি।ওই বিষয়ে কোন কিছুই তিনি জানে না বলেন জানান।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন,এক জন বীরমুক্তিযোদ্ধা এলাকার জনসাধারণের কথা বিবেচনা করে নিজ গ্রামে ৭১ হাসপাতাল নামের একটি বেসরকারী হাসপাতাল নির্মাণ করতেছে,আর ওই হাসপাতাল নির্মাণ করতে মাটি ভরাট করতে হবে মর্মে আমার সাথে যোগাযোগ করেন বীর মুক্তিযোদ্ধা সাহেব,আমি সবকিছু বিবেচনা করে বাহারচড়া ইউপির সাবেক চেয়ারম্যান আহমুদুর রহমানের প্রজেক্ট থেকে মাটি নেওয়ার অনুমতি প্রদান করেছি, বাহিরে কোথাও মাটি বিক্রি করার অনুমতি আমি দেয়নি,যদি হাসপাতালের নাম ভাগিয়ে কেউ বাহিরে মাটি বিক্রি করলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।