বাঁশখালীতে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই পাচারকারী আটক
মোহাম্মদ এরশাদ বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীতে ১০,০০০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ।১১ এপ্রিল (বুধবার )সন্ধায় ৭.৩০ মিনিটে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহ বিপিএম এর নির্দেশনায় ও বাঁশখালী থানার চৌকস
অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দীন পিপিএম এর তত্ত্বাবধানে বাঁশখালী থানার এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে বাঁশখালী পৌরসভার কালিবাড়ীর রোডের সামনে পাকা রাস্তার
উপর গোপন সংবাদের ভিত্তিতে মাইক্রোবাস তল্লাশী করে দুই মাদক পাচারকারীকে ইয়াবাসহ আটক করে, আটককৃতদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে হয়েছে বলে জানান বাঁশখালী থানার উপ-পুলিশ পরিদর্শক রাজিব পোদ্দার।
আটক আসামীরা হলো কক্সবাজার জেলার, টেকনাফ থানার ডেইল পাড়া ২নং ওয়ার্ডের কবির আহম্মদ এর বাড়ির কবির আহমদের ছেলে আব্দুল মজিদ(২৫)একই জেলার,পরানিয়া পাড়া ৪নং ওয়ার্ড এলাকার জহির আহম্মদ এর বাড়ির মৃত জহির আহম্মদ ছেলে মোঃ ইউসুফ ড্রাইভার (২৪)।
এব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দিন পিপিএম জানান, থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মাইক্রোবাস তল্লাশী চালিয়ে দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন
পাচারকারী সদস্যকে আটক করা হয়েছে,আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে,এই অভিযান অব্যাহত থাকবে।