বাঁশখালীর খানখানাবাদে আগুনে ৮ বসতঘর পুড়ে ছাই
মোহাম্মদ এরশাদ বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়ন আগুনে ৮টি বসতঘর পুড়ে ছাই।
বুধবার (৪ জুলাই) সকাল ৯ ঘটিকার সময় উপজেলার ৩নং খানখানাবাদ ইউনিয়নের ৭ংওয়ার্ড প্রেমাশিয়া এলাকার মৌলভী পাড়া হাকিম আলী বাপের বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।এতে অন্তত প্রায় ২০ লক্ষাধিক টাকা মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবার।তারা আক্ষোব করে বলেন,যোগাযোগ ব্যবস্থা সড়কটি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে তাকলেও,সংস্কার না করাই আজকে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে পারে নাই, যার কারণে আমাদের এলাকায় ৮ টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্তরা হলেন (১)শাহানুর,(২)মোঃ আলমগীর,(৩) আরফাতুল ইসলাম রাসেল,(৪)মোঃ ফজলুল হক(৫)মোঃ শাহাব উদ্দিন, (৬)আব্দুল গফুর,(৭) মোঃ শাহিন,(৮)মোঃ সিরাজ।