বাঁশখালীর বাহারচড়া উপনির্বাচনে ২ প্রার্থীর মনোনয়ন বাতিল
জানা যায়, বাহারচড়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসে ১১ জন প্রার্থী মনোনয়ন জমা দেন, এতে ১৫ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) মনোনয়ন যাচাই-বাছাইকালে জয়নাল আবেদীন ঝন্টু নামে এক প্রার্থীর মামলার সাজাপ্রাপ্ত আসামী হওয়াতে ও অপরজন তৌহিদুল ইসলাম সিকদার মনোনয়নে ত্রুটি ও ভুল তথ্য উপাত্ত ধরা পড়ায় দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন, জয়নাল আবেদীন ঝন্টুর বিরুদ্ধে সাজা থাকায় ও অপরজন মোহাম্মদ তৌহিদুল ইসলাম সিকদারের মনোনয়ন ফরমে ত্রুটি থাকায় এই দুই প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে বলে জানা যায়।
৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন অফিস। বৈধতা পাওয়া প্রার্থীরা হলেন, এম বখতিয়ার উদ্দিন চৌধুরী করিম, মোঃ জসিম উদ্দিন,মোঃ রেজাউল করিম চৌধুরী, মোঃ ওসমান, মায়মুনুর রশিদ চৌধুরী, মোঃ মোস্তাক আলী চৌধুরী টিপু, সাদুর রশিদ চৌধুরী, মোঃ নাছির উদ্দীন খান, মোঃ দেলোয়ার আজিম প্রমূখ।
এবিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা জানান, বাহারচড়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে ১১ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছে, তন্মধ্যে বৃহস্পতিবার যাচাই-বাছাইকালে জয়নাল আবেদীন ঝন্টুর বিরুদ্ধে যাবজ্জীবন সাজা বহাল থাকায় মনোনয়ন বাতিল করা হয় এবং হলফ নামায় তথ্য উপাত্ত গোপন ও ত্রুটি পরিলক্ষিত হওয়াতে তৌহিদুল ইসলাম সিকদারের মনোনয়ন বাতিলসহ ২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে এবং বাকি ৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।