বাঁশখালী থানার বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
মোহাম্মদ এরশাদ বাঁশখালী প্রতিনিধি :
বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি”।
এই স্লোগানে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানা কতৃক আয়োজিত বিট পুলিশিং সমাবেশ ১৬ নং বিট, শেখেরখীল ইউনিয়ন এর কার্যক্রম রাজপরি কমিউনিটি সেন্টারে ২৫শে জুন রবিবার বিকাল ৪ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়।
উক্ত বিট পুলিশিং সমাবেশ এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার আনোয়ারা সার্কেল এর সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো: কামাল উদ্দিন পিপিএম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এমরানুল হক ইমরান, বাঁশখালী থানার ১৬নং বিট এর বিট অফিসার এসআই মাসুদ,বাঁশখালী থানার এসআই পেয়ার আহম্মেদ , এস আই নজরুল,সহকারী বিট অফিসার এএসআই আহম্মেদ,সহ শেখেরখীল ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।এসময় অফিসার ইনচার্জ মো: কামাল উদ্দিন পিপিএম বলেন মাদক ও জোয়ার বিরুদ্ধে সর্বদা সবসময় পুলিশ ছাড় দিবে না, যেখানে মাদক-জোয়া সেখানে আইন, সবাইকে মাদক ও জোয়াকে প্রতিহত করার জন্য জোর দাবী জানায় এবং বাঁশখালী থানা সর্বদা সবসময় জনগণের পাশে থাকবে এ আশ্বাস প্রদান করেন।এবং সহকারী পুলিশ সুপার প্রধান অতিথির বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সাধারণ জনগণের রক্ষা হেতু মাদক সেবী ও মাদকের সাথে সম্পৃক্ত কোন ব্যাক্তিকে ছাড় দেয়া হবে না। আরো বলেন আমি এএসপি বা সহকারী পুলিশ কমিশনার বলে আমার সাথে সরাসরি কথা বলতে ভয় পাবেন তা হবে না, আমাকে যেকোনো মুহুর্তে সবসময় পাশে পাবেন। বিট অফিসার এস আই মাসুদ বলেন বাঁশখালী থানা পুলিশ শেখেরখীল তথা বাঁশখালীর সাধারণ মানুষের সুখে দুঃখে সর্বদা সবসময় যে কোন প্রয়োজনে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।