বাঁশখালী স্বেচ্ছাসেবক লীগের সদস্য হলেন জিসানুল ইসলাম মিঠু
মোহাম্মদ এরশাদ বাঁশখালী, চট্টগ্রাম।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
৪ মার্চ (সোমবার) চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জুবায়ের ও সাধারণ সম্পাদক চৌধুরী মুহাম্মদ গালিব সাদলীর যৌথ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আগামী ৩ বছরের জন্যে ২১ সদস্য বিশিষ্ট বাঁশখালী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
এতে কালীপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান -২ মোঃ জিসানুল ইসলাম মিঠুকে সদস্য নির্বাচিত করায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জুবায়ের ও সাধারণ সম্পাদক চৌধুরী মুহাম্মদ গালিব সাদলীসহ সংশ্লিষ্ট সকলের কৃতজ্ঞতা প্রকাশ ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সভাপতি মনঞ্জুরুল আলম এবং সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসাইনসহ সকল সদস্যদের স্বাগত জানান মোহাম্মদ জিসানুল ইসলাম মিঠু।