ওবায়দুর রহমান, স্টাফ রিপোর্টার
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে সোমবার বিকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কৃষক-বন্ধুদের মাঝে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানকালে জনসভায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ বিএনপি’র সমালোচনা করে বলেন, রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর দোসরা এখন পাগলা কুকুরের মত পথে পথে ঘুরছে পদযাত্রার নামে আর ঘেউ ঘেউ করছে। তবে শুধু ঘেউ ঘেউ করে কোন লাভ নাই।
চেয়ারম্যান আরো বলেন, ক্ষমতায় তো এসেছিলেন আপনারা একাধিকবার কই? এদেশের মেহনতী ও শ্রর্মজীবী মানুষের জন্য কিছু করতে পারেন নাই। তারা শুধু এদেশের গরীব মানুষের সাথে করেছেন প্রতারণা, নিপীড়ন আর বঞ্চনা। তারা এখন সংবিধানের পরিবর্তন এর কথা কয়। সংবিধান নাকি আমরা আমাদের সুবিধামতো ইচ্ছামত করেছি।
করলে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই করেছি। সংবিধান পরিবর্তনের কিছু নিয়ম আছে, কিছু নীতিমালা আছে, একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আপনারাও সংবিধান পরিবর্তন কইরেন। দরকার হইলে আমরাও আপনাদের সমর্থন দেবোনে। ২০০৯ সালে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জনগণের ভোটে সংবিধান পরিবর্তন করেছিলাম। হানডেট পারসেন্ট নিয়ম অনুযায়ী সংবিধান পরিবর্তন এনেছি।
আপনাদের বেলায় নিয়ম বহির্ভূত ভাবে সংবিধান পরিবর্তন করতে চাইবেন এদেশের মানুষ সেটা মেনে নেবে এত মগের মূল্যকে তো আমরা বসবাস করি না। নিয়ম-নীতি অনুযায়ী সংবিধানে পরিবর্তন আনতে হবে। বাংলাদেশ ৬০ থেকে ৭০ ভাগ মানুষ গ্রামে বসবাস করে। বাংলাদেশ গ্রামীণ বাংলাদেশ, বাংলাদেশ পল্লী বাংলাদেশ,গুলশান বনানীর বাংলাদেশ না। বিএনপি জামাত চেনে শুধু গুলশান বনানির বাংলাদেশ। বাকি বাংলাদেশ তারা চেনেনা
তারা শুধু সমাজের উচ্চশ্রেণীর স্বার্থ রক্ষার্থে আর পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য বিএনপির জামাতের সৃষ্টি হয়েছে। আমাদের খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে তাদের বিন্দুমাত্র মাথাব্যথা নাই। শোষন নিপীড়ন বঞ্চনা করতে পারলেই বিএনপি জামাতের উদ্দেশ্য হাসিল হওয়া। মাননীয় প্রধানমন্ত্রীর কৃষি সম্পর্কে দুটি স্লোগান, আমাদের বুকে ধারণ করতে হবে প্রথমটা আমার বাড়ি আমার খামার। দ্বিতীয়টি এক ইঞ্চি জমিও খালি রাখবো না।
এই স্লোগান দুটি আমাদের প্রেরণায় রূপান্তর করে রাখতে হবে। এই প্রেরণা আমাদের সারাদেশে ছড়িয়ে দিতে হবে।অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক কৃষি মন্ত্রী সংসদের উপনেতা মতিয়া চৌধুরী এমপি বলেন, ১৯৮১ সালে যখন ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে এসেছিলেন তখন এই যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ শ্রমিক লীগ কৃষক লীগ প্রতিজ্ঞা আর স্লোগান ছিল, ঝড়-বৃষ্টি আঁধার রাতে – শেখ হাসিনা আমরা আছি তোমার সাথে।
এই শেখ হাসিনা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলেছেন। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ন সম্পাদক বাবু সুব্রত পাল, সুবর্ণ জয়ন্তী কমিটির আহ্বায়ক ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ মজিবুর রহমান চৌধুরী নিক্সন, অনুষ্ঠানের সঞ্চালক ও আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সোহেল উদ্দিন, কবি সাহিত্যিক সাংবাদিক সুভাষ সিংহ রায়,ওমি যুবলীগের ঢাকা দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমূখ।