অভয়নগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া ইনিস্টিউট অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর শাখা কর্তৃক আয়োজিত মানবতার মহান শিক্ষক,মুক্তির দিশারি হযরত মোহাম্মদ (সাঃ)এর জীবন চরিতের উপর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টম্বর(শনিবার) দুপুর ৩টা থেকে আলোচনা সভার কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ জামায়াত ইসলামীর অভয়নগর শাখার আমির সরদার শরীফ হোসেনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী যশোর শহর শাখা ও অভয়নগর , বাঘারপাড়া ও বসুন্দিয়া ইউনিয়নের গণমানুষের নেতা অধ্যাপক গোলাম রসুল।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের, বিশিষ্ট গবেষক, দাওয়াহ এবং ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ডাক্টর আ ছ ম তরিকুল ইসলাম, বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট’র বিশিষ্ট আইনজীবী এ্যাড,গাজী এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর পূর্ব জেলা শাখার ভারপ্রাপ্ত আমির।
অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দৈনিক অভয়নগর পত্রিকার প্রধান সম্পাদক ও নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, ৭নং শুভরাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, অভয়নগর উপজেলা শাখার সমাজ কল্যাণ সম্পাদক ও অভয়নগর “সমাজ সেবা” সদস্য মাওলানা জহুরুল ইসলাম। অভয়নগর উপজেলা শাখার সহসাধারণ সম্পাদক, গোলাম মোস্তফা।
জেলা পূর্বের সাধারণ সম্পাদক মাওলানা আবু জাফর সিদ্দিকী। জেলা সমাজ সেবা সদস্য মাওলানা নাজির হুসাইন। জেলা যুব বিভাগের সভাপতি অধ্যাপক মশিউর রহমান। জেলা সমাজ সেবা সদস্য মাওলানা সাইফুল ইসলাম। জেলা জামায়াত ইসলামী ব্যাবসায়ী সংগঠনের সভাপতি শিল্পপতি মতিউর রহমান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর, অভয়নগর শাখা সাধারণ সম্পাদক এস এম মহিউল ইসলাম।