রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় পুরাতন পুকুর সংস্কার বন্ধে বিড়ম্বনায় রয়েছেন মির্জাপুর বিরহীর (পাইকপাড়ার) বাসীন্দারা। উপজেলার আউচপাড়া ইউনিয়নের মির্জাপুর বিরহী গ্রামে ২৫৫৮ নং দাগে শতবর্ষী ৭৫ শতাংশ একটি পুকুর রয়েছে। সূত্রে জানা যায়, পুকুরের মালিক মৃত মনির উদ্দীনের ছেলে তৌফিক ইমাম এবং অপর শরিকরা।
পুকুরটি সংস্কারের জন্য তৌফিক ইমাম বিভিন্ন দপ্তরে আবেদন করে সংস্কার কাজ শুরু করেন। গত ২১ জানুয়ারি সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী উপস্থিত হয়ে পুকুর সংস্কার বন্ধ করে দেন।
গ্রামবাসী গোলাম রাব্বানী, জোবায়েদ হোসেন, রাসেল সহ কয়েকজন জানান, আমরা এ পুকুরের পানিতে গোসল করি, পান বরজে সেচ , গৃহিনীরা গৃহস্থালী, ধোয়া-মোছার কাজ করে থাকেন। এই পুকুরের চারিধারে ছয়টি সান বাঁধানো ঘাট রয়েছে।
সরজমিন পুকুর পাড়ে গিয়ে দেখা গেছে, অনেকখানি পলি অপসারণ করা হয়েছে। ৩/৪ ফুট পলি অপসারণ করলে সংস্কার কাজ সম্পন্ন হবে। অর্ধসংস্কারে মৎস্য চাষ ও আহরণে বিঘ্ন ঘটবে।
শিক্ষিকা রোজি রহমান জানান, গত বছর এক অগ্নিকান্ডে গ্রামবাসী এই পুকুরের পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণ করেন।
সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ভূমি মন্ত্রণালয় থেকে সব প্রকার পুকুর খনন ও সংস্কার বন্ধে নির্দেশনা রয়েছে।
বাগমারা উপজেলা নির্বাহী অফিসার এ.এফ.এম আবু সুফিয়ান জানান, পুরাতন পুকুর সংস্কার করা যাবে। কেস টু কেস আমাদের সাথে কথা বল্লে আমরা ব্যবস্থা নিবো।