বাঘায় গড়গড়ী ইউনিয়নে চতুর্থ শ্রেণীর ছাত্রী বর্ষার অপ্রত্যাশিত অকাল মৃত্যুর পরিবারের পাশে -বিলাত হোসেন।
আব্দুল মান্নান বিশেষ প্রতিনিধিঃ ১৬ অক্টোবর ২০২৫ ইং (বৃহস্পতিবার ) রাজশাহী জেলার বাঘা উপজেলার গড়গড়ী ইউনিয়নের খাঁনপুর বাজারের পূর্ব প্বার্শে মোঃ আতাউর রহমানের কন্যা সানজিদা আক্তার (বর্ষা) ১৫ অক্টোবর ২০২৫ ইং বুধবার আনুমানিক দুপুর সাড়ে বারোটায় খাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষকদের না বলে বাড়িতে এসে শয়ন কক্ষে তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। দুপুরে বাড়িতে কোন লোক জন ছিল না তার মা ফাতেমা বেগম বলেন যে স্কুলে গেছিলাম সে মাঝেমধ্যেই স্কুল কামাই করে এবং কখনো কখনো বাড়িতে চলে আসে কাউকে না বলে, ঘটনার দিন তার মা দুপুরে তার বাবা মাঠে কাজ করছিল সেখানে খাবার নিয়ে গেছিল এসে দেখে বাড়ির ভিতরে ঢুকে ঘরে খেয়াল করে তার মেয়ে তীরের সাথে ঝুলছে এমতাবস্থায় পাশে থাকা হাসোয়া নিয়ে এসে গলায় ওড়না কেটে নিচে নামায় তারপর থেকে সে হুঁশ হারা হয়ে যায় । এ খবর প্রতিবেশীরা জানতে পেরে আশেপাশ থেকে এসে দেখে যে সে ফাঁস দিয়ে মৃত্যুবরণ করেছে অন্যান্যদের বক্তব্যে বুঝা যায় মেয়েটি আনমনা কিছুটা মশারা মেয়ের মত মাঝেমধ্যে স্কুল কামাই করে স্কুলে যায় আবার চলে আসে অনেকেই বলে তার মাথায় সমস্যা রয়েছে । এমতাবস্থায় বাঘা থানা খবর পেয়ে এসে প্রাথমিক তদন্ত শেষে লাশ থেকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় দের শেষে পরিবারের লোকজন নিয়ে এসে ১৬ অক্টোবর ২০২৫ ইং বৃহস্পতিবার দাফন কার্য সম্পন্ন করেন।
এ খবর পেয়ে পেয়ে শোকাহত পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বাঘা চারঘাট রাজশাহী ছয় আসনের মনোনয়ন প্রত্যাশী আরিফুল ইসলাম বিলায়ত ভাই ।বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের মোঃ আতাউর এর মেয়ে খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী মোছাঃ বর্ষা খাতুন এর অপ্রত্যাশিত অকাল মৃত্যুতে তার দিনমজুর বাবা মা সহ পরিবার ও এলাকাতে এক শোকের ছায়া নেমে আসে এই সংবাদটি রাজশাহী ছয় আসনের মনোনয়ন প্রত্যাশী আরিফুল ইসলাম বিলাত ভাই মালয়েশিয়া মহানগর কুয়ালালামপুর বিএনপির সিনিয়র সহ-সভাপতির দৃষ্টিগোচর হলে পরিবারের পাশে সহযোগিতার আশ্বাস দেন পরবর্তী সময়ে বাঘা উপজেলা কৃষকদলের সদস্য সচিব ও রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক বাঘা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বাহরাইন কেন্দ্রীয় যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম (স্বপন) সরকার আগামী দিনে দুই নম্বর গড়গড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এর মাধ্যমে শোকাহত পরিবারের পাশে শিশুটির পোস্ট মডার্ন সহ যাতায়াত এম্বুলেন্সের ও দাফন কাফনের সমস্ত খরচ পৌঁছে দেন শুধু এই ধরনের মানবিক কাজই নয় তিনি কিছুদিন আগে যে হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব দুর্গাপূজার কয়েকদিন আগে ২ নং গড়গড়ি ইউনিয়নের অবহেলিত হিন্দু পরিবার সহ বাঘা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় অসহায় পরিবারের মাঝে শাড়ি লুঙ্গি পৌঁছে দিয়েছেন আরিফুল ইসলাম বিলাত । যখন এই পরিবারটি একটি শোকের মধ্যে বিরাজ করছিল ঠিক তখন আরিফুল ইসলাম বিলাত ভাইয়ের এই সহযোগিতা পেয়ে শোকাহত পরিবার সহ এলাকাবাসী আরিফুল ইসলাম বিলাত ও গড়গড়ির গণমানুষের নেতা স্বপন সরকারের জন্য দোয়া করেন।