বাঘারপাড়া উপজেলার ৪ নং নারিকেলবাড়িয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পয় পাচবাড়িয়া গ্রামের মধ্যপাড়ায় এই মডেল মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপিত করা হয়।
আজ শুক্রবার (৬/১/২০২৩)জুম্মাবাদ মসজিদের দাতা মোঃ মহসিন আলীর বড় ভাই বীর মুক্তিযোদ্ধা হাসান নাসিরের আমন্ত্রণে যশোর (৪) এর মাননীয় সংসদ সদস্য বাবু রনজিত কুমার রায় এমপি এক ঝাঁটি সফরে পাচবাড়িয়া স্কুল মাঠে এক আনুষ্ঠানিকতার
মধ্যদিয়ে পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে পাঁচবাড়িয়া “মধ্যপাড়া জামে মসজিদের “নতুন ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং প্রাথমিক বিদ্যালয় মাঠে মসজিদের মুসল্লী এবং আশপাশের এলাকা থেকে আগত দলীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে তার বক্তব্য পেশ করেন।
তার ছফরসঙ্গী হিসেবে ছিলেন বাঘারপাড়া মহিলা কলেজ অধ্যক্ষ আজগর আলী, বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হোসেন, নারিকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহা, নারিকেলবাড়িয়া বণিক সমিতির সভাপতি সার্জেন্ট ( অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব কবীর হোসেন, নারিকেল বাড়ীয়া ইউপি ওয়ার্ড মেম্বার আদম আলী, হাফিজুর রহমান, শামসুর রহমান, মাসুদ রানা,
সহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় এমপি রঞ্জিত কুমার রায় ধর্মীয় মূল্যবোধের কথা তুলে ধরে ইসলাম ধর্মই সার্বজনীন এবং শান্তির ধর্ম একথা তিনি দ্যার্থ কণ্ঠে জনগণের সামনে তুলে ধরেন। এবং সবাইকে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আলোচনার শেষে পাঁচবাড়িয়া মধ্যপাড়া জামে মসজিদের নতুন ভবন নির্মাণের জন্য নগদ ১ লক্ষ টাকা মসজিদের ইমাম সাহেবের হাতে তুলে দেন। এবং নারকেল বাড়ি ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহা নগদ ত্রিশ হাজার টাকা দেন।এই মসজিদের নির্মাণ থেকে পরবর্তী বিভিন্ন সময়ের উন্নয়নের জন্য তিনি আরো অর্থ ব্যয় করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।