এস, এম মুসতাইন :বাঘারপাড়, যশোর:
বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের আলাদীপুর বাজারের (বসুন্দিয়া) পাশে মায়া রানী সেবাশ্রম কতৃপক্ষের আয়োজনে ৩৪ তম অষ্ট প্রহরব্যাপি অখণ্ড শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তনের দ্বিতীয় দিনে বিভিন্ন অঞ্চলের সনাতন হিন্দু সম্প্রদায়ের ভক্তদের ব্যাপক সমারোহ লক্ষনীয়।
২১ ফেব্রুয়ারি মঙ্গলবার শ্রী গুরু সম্প্রদায়ের অধিবাসে মঙ্গলদীপ প্রোজ্জ্বলন, গীতা পাঠ ও ধর্মীয় আলোচনা মধ্যদিয়ে মহা নামযজ্ঞের শুভ গন্ধাধিবাস শুরু হয়। ২২ ফেব্রুয়ারি বুধবার অরুনোদয় হতে অষ্টম প্রহরব্যাপি অখণ্ড শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন।
২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ব্রম্মমুহুর্তে নামযজ্ঞ সমাপন, কুঞ্জভক্ত কীর্তন, নগর পরিভ্রমণ, দধিভান্ড ভাঙ্গণ এবং শ্রীশ্রী মহাপ্রভুর ভোগরাগ অস্তে মহাপ্রসাদ বিতরনের ভিতর দিয়ে শেষ হবে। এবছর বিভিন্ন জেলার ৫ টি খ্যাতিমান কীর্তন দল ভক্তদের মন জয় করছেন। দল গুলো হলো খুলনা জেলার ডুমুরিয়ার
প্রভু কৃষ্ণপ্রান সম্প্রদায়, সাতক্ষীরা জেলার গুরুকৃষ্ণ সম্প্রদায়, খুলনা জেলার ভক্তের কালিমাতা সম্প্রদায়, তালা সাতক্ষীরার ভক্ত মিলন সম্প্রদায় ও বটিয়াঘাটা খুলনার অস্টসখী সম্প্রদায়।