বাঘারপাড়ার জামদিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রান গেল নানা ও নাতির
গোলাম রসুল, বাঘারপাড়া(যশোর )
যশোর নড়াইল মহাসড়কের দত্ত রস্তা নামক স্থানে বাসের চাপায় প্রান গেল নানা ও নাতির। বিশ্বস্ত সুত্র পাওয়া খবরে জানা গেল বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া মধ্য পাড়ার প্রয়াত আবুল হোসেন মহুরির ছেলে মো. কামরুল ইসলাম মহুরি (৫৭) প্রতি দিনের ন্যায়
অফিসের কাজ শেষে বাড়িতে এসে মাগরিবের নামাজ আদায়ের পর বাড়ি সংলগ্ন দত্ত রাস্তা বাজারে চা পান করতে যায় এদিন ১৪ সেপ্টেম্বর ইং ২০২৩ বৃহস্পতিবার আনুমানিক সন্ধা ৭টা মৃত কামরুল তার নাতনিকে সংগে নিয়ে চা পান করতে যায় বাজারে। যশোর থেকে ছেড়ে আসা যাত্রিবাহি বাস দত্ত রাস্তা বাজারের সামনে
একটা ছোট কালভার্ট ব্রিজ আছে তার সংগে বাসটির ধাক্কা খেয়ে কামরুল ও তার নাতনির উপর পড়লে ঘটনা স্থলে নাতনি ও তার নানা হাসপাতালে মারা যায়। মৃত কামরুলের নাতনির বয়স আট বছর নাম সাদিয়া। দুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ খবর মুহূর্তের মাধ্যে মুঠোফোনের মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশের দুরদুরান্ত থেকে স্বজনরা ছুটে চলে আসে মৃতের বাড়ীতে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনায় নিহত কামরুলের মৃতদেহ হাসপাতালে রয়েছে। তাদের মৃতদেহ পোস্টমার্টেম হবে কি না তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না।
তবে ছোট্ট আট বছরের শিশুর পোস্টমার্টেম হবে না সেটা তার এক স্বজন নিশ্চিত করেছেন।১৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টায় জামদিয়া হাটখোলা কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে দুজনের জানাজা অনুষ্ঠিত হয়। এদিন দুজনের মৃতদেহ পৃথক ভাবে জানজা হয়। তাদের যার যার জন্ম স্থানে দাফন করা হবে।
মৃতের নাতনি তার জন্ম স্থান উপজেলার ৫ নং ধলগ্রাম ইউনিয়নের আন্দুলবাড়িয়া গ্রামে দাফন করা হবে।দাফন কার্যে শরিক হওয়ার জন্য বিভিন্ন অঞ্চল থেকে আগত উপজেলার দলিল লেখক সমিতির সভাপতি জামদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বর মো. ছরোয়ার মোল্লা,
সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মশিয়ার রহমান, পৌর মেয়র মনা ভাই, ইউপি চেয়ারম্যান ৮ নং বাসুয়াড়ির আবু সাইদ সরদার, ৯ নং জামদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. সামছুর রহমান, উপজেলার ভাইস চেয়ারম্যান আ. রউফ মোল্লা, ৫নং ধলগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম,
৬ নং দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোতালেব তরফদার এবং সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা মো. আ. কাদের মোল্লা এবং এসময় আরও উপস্হিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী।
নামাজে জানাজার ইমাম ছিলেন মৃত কামরুল ইসলামের মামাত ভাই নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের চাচড়া দারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ ড. বদরুজ্জামান খন্দকার। মৃত কামরুলের মৃতদেহ তার পারিবারিক গোরস্থানে এবং তার নাতনির মৃতদেহ তার জন্ম স্থান উপজেলার ধলগ্রাম ইউনিয়নের আন্দুলবাড়িয়া গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।