বাঘারপাড়ার বাকড়ীতে আট দলীয় বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
গোলাম রসুল ভিটাবল্যা (বাঘারপাড়া) থেকে:-
যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের এগারো খানের বাকড়ী গোচর ফুটবল মাঠে ৯ সেপ্টেম্বর ২০২৩ শনিবার বিকেলে ৮ দলীয় বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করবেন মাগুরা জেলার মাগুরা ফুটবল একাদশ বনাম খুলনার ফুলতলার রূপক ফুটবল একাদশ।
উদ্বোধনী খেলায় বাংলাদেশ আওয়ামীলীগ জামদিয়া ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি ভাঙ্গুড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবু নিখিল কুমার আঢ্যের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে খেলা উদ্বোধন করবেন ৮৮ যশোর ৪ এর মাননীয় সাংসদ বাবু রনজিৎ কুমার রায়।
প্রথম পর্বের ২য় খেলা ১১ সেপ্টেম্বর ২০২৩ সোমবার যশোরের কেশবপুর উপজেলার কেশবপুর ফুটবল একাদশ বনাম যশোর সদর উপজেলার বসুন্দিয়া ফুটবল একাদশ, তৃতীয় খেলায় অংশগ্রহণ করবে ১৫ সেপ্টেম্বর শুক্রবার যশোরের মনিরামপুর উপজেলার তুহিন স্পোর্টিং ফুটবল ক্লাব বনাম অভয়নগর উপজেলার
পায়রা ফুটবল একাদশ এই টুর্নামেন্টের প্রথম পর্বের শেষ খেলায় অংশগ্রহণ করবে যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের ১১খানের থ্রি স্টার স্পোর্টিং ক্লাব বনাম অভয়নগর উপজেলার শংকরপাশা ফুটবল একাদশ। আয়োজনে এগারো খানের থ্রি স্টার স্পোর্টিং ক্লাব এবং সার্বিক সহযোগিতায় মাননীয় সাংসদ বাবু রনজিৎ কুমার রায়।