এস, এম মুসতাইন :
শোকের ছায়া নেমে এসেছে বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের বাকড়ী এগারোখান এলাকায় স্বজদের আহাজারিতে। গতকাল ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের পিকনিকের গাড়ি ঢাকা-খুলনা মহাসড়কের
কাশিয়ানি উপজেলার ভাটিয়াপাড়ায় একটি পিকনিক বাস উল্টে ৩জন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছে। ঘটনার সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে এই ঘটনাটি ঘটে। আহত ও নিহতরা যশোরের বাঘারপাড়া বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
তাৎক্ষণিক আহতদের গোপালগঞ্জের কাশিয়ানি স্বাস্থ্য কমপ্লেক্স, ফরিদপুর ও যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিৎ কুমার পাল জানান, বৃহস্পতিবার সকালে ৩টি বাসযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পিকনিকে যায়
দুই শতাধিক শিক্ষার্থী শিক্ষক, শিক্ষিকা, বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। ঐদিন
পাশকাটিয়ে আগে যাওয়ার চেষ্টা করছিল। সেই মূহুর্তে বিপরীত দিক থেকে একটি ট্রাক মুখোমুখি আসলে পিছের বাসের ধাক্কা লাগলে দ্বিতীয় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। সড়ক থেকে বাসটি উল্টে যেয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে।দ্বিতীয় বাসটির ভিতর থাকা অভিভাবক সদস্য ও এগারোখান ডেভলপমেন্ট (ইডিএফ) এর দপ্তর
সম্পাদক বাবু বিদুৎ কুমার বিশ্বাস ঘটনা স্থলেই মারা যান। এছাড়া গুরুতর আহত হয় বাসটিতে থাকা প্রায় ৪০ জন শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকাগন। আহতের মধ্যে বিদ্যালয়ের ল্যাব সহকারী সুদিপ্ত বিশ্বাসকে যশোর জেনারের হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। এছাড়া উক্ত বাসের হেলপার হাসপাতালে মারা গেছে বলে কতৃপক্ষ জানান।
দুর্ঘটনার খবর শুনে আহত ও নিহতেন খোঁজ খবর নিতে আসেন যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সূধী সমাজের বিভিন্ন নেতৃবৃন্দ। একের পর এক এ্যাম্বুলেন্স আহত শিক্ষার্থীদের নিয়ে যশোর জেনারেল হাসপাতালে আসলে হাসপাতাল চত্বরে শোকাবহ পরিস্থিতি সৃষ্টি হয়। হাসপাতাল চত্বরে
রোগীর স্বজনদের আহাজারিতে শোকের মাতমে পরিবেশ ভারি হয়ে উঠে। আহতদের খোঁজ খবর নিতে এসে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, দুর্ঘটনায় কবলিত সকল শিক্ষার্থীদের চিকিৎসায় কোন অসু্বিধা হবে না। চিকিৎসার যাবতীয় অর্থ ও সহযোগিতা জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হবে। এই ঘটনায় আমরা শোকাহত।যশোর জেনারেল হাসাপাতারের ডা.