বাঘারপাড়ার বাসুয়াড়ী ইউনিয়নে কৃষক বন্ধু ডটকমের নিবন্ধন
নিজস্ব প্রতিবেদক :
বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের আওতাধীন সকল কৃষকদের অনলাইনে নিবন্ধন কার্যক্রম ১৮ এপ্রিল মঙ্গলবার সকাল ৯ টায় ইউনিয়ন পরিষদের অডিটোরিয়াম হলে উপজেলা প্রশাসন কৃষি সম্প্রসারণ
অধিদপ্তরের আয়োজনে “কৃষক বন্ধু ডটকম” এ ওয়েবসাইটে বিনামূল্যে নিবন্ধন কার্যক্রম এর উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮ নং বাসুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ
আমিনুর রহমান সরদার, ইউপি স্বচিব মোঃ বাবলুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল করিম খান, বিশিষ্ট সমাজ সেবক ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ ছাদেকুর রহমান, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আনিছুর রহমান বিপ্লব, ইউনিয়ন ডিজিটাল উদ্যোক্তা মোঃ সেলিম রেজা,
দৈনিক কালের খবর পত্রিকার প্রতিনিধি সাংবাদিক সাঈদ ইবনে হানিফ, কৃষক সহযোগী আবু আবদুল্লাহ সহ ইউপি সদস্য গন উপস্থিত ছিলেন। বাসুয়াড়ী ইউনিয়নে কয়েক হাজার তালিকাভুক্ত কৃষক রয়েছে।
যারা ইতিপূর্বে সরকারি ভর্তুকি সহ বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা পেয়ে আসছেন। সম্প্রতি সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের আওতায় প্রান্তিক চাষি বা কৃষকদের অনলাইনে নিবন্ধনের মাধ্যমে তাদের সঠিক তালিকা তৈরির উদ্যোগ গ্রহণ করছেন সরকার।