নিজস্ব প্রতিবেদক :
বাঘারপাড়া উপজেলার ৮নং বাসুয়াড়ী ইউনিয়নের চাড়াভিটার রগুনাথপুর গ্রামের মহোর আলী পারভেজ হাসান মৃধার ছেলে রুবেল মৃধার বসত বাড়ীতে
আগুন লেগে রান্না ঘরসহতিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা পনে ১১ টার সময় । এ সংবাদ পেয়ে বাঘারপাড়া ফায়ার
সার্ভিসের কর্মীরা ঘটনা স্থালে যেয়ে আগুন নিভাতে সক্ষম হলেও বসত বাড়ির সকল ঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে অবিশ্বাস্ব হলেও সত্য যে ঘরে
থাকা পবিত্র আল-কোরআনটি অক্ষত আবস্থায় উদ্ধার করেন উদ্ধার কর্মীরা। ক্ষতি পরিমান কমপক্ষে দুই- তিন লক্ষ টাকার মতো হবে বলে স্থানীয়রা জানান।