বাঘারপাড়া (যশোর) প্রতিনিধিঃ
যশোরের বাঘারপাড়া উপজেলার ৮নং বাসুয়াড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সিঙ্গীয়া আদর্স ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক, বিশিষ্ট রাজনৈতিক, সামাজিক সংগঠক, ধর্মীয় আলোচক মোঃ মশিয়ার রহমান (৬৮)গত কাল ১৭ ডিসেম্বর সন্ধা ৬/৩০ মিনিটে তার নিজ ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে দুই ছেলে ও স্ত্রীসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
তার মৃত্যু সংবাদ মুহুর্তের মধ্যে মুঠোফোনের মাধ্যমে ছড়িয়ে পড়লে দুরদুরান্ত থেকে স্বজনরা শেষবারের মতো একনজর দেখার জন্য ছুটে আসে মৃতের বাড়ীতে। আজ ১৮ ডিসেম্বর বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হয় ঘোষনগর বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। হাজার হাজার ধর্মপ্রান মানুষ এ জানাজায় শরিক হয়। যশোরের বিভিন্ন উপজেলা থেকে বিশিষ্ট জনদের মধ্যে বাঘারপাড়া উপজেলার সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা বাবু সন্তোষ কুমার অধিকারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান
ভিক্টোরিয়া পারভীন সাথ, ভাইস চেয়ারম্যান মোঃ আঃ রউফ মোল্যা, সাবেক চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, আবু তাহের সিদ্দিক, যশোর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী, উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার, বাংলাদেশ আওয়ামীলীগের উপজেলার সাধারণ সম্পাদক মোঃ হাচান আলী, বাঘারপাড়া উপজেলা রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সভাপতি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা ডা. মোঃ কেরামত আলী মোল্লা, সাবেক রাজনৈতিক দলের জেলা আমীর নূর নবী, সিঙ্গীয়া আদর্স ডিগ্রি
কলেজের অধ্যক্ষ মোঃ মফিজুর রহমান, সাবেক অধ্যক্ষ আঃ মান্নান খান, যশোরের হামিদপুর আলহেরা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ গোলাম রসুল, উপজেলার জামদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিববত, দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, বাসুয়াড়ি ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান সরদার, সাবেক চেয়ারম্যান আবু সাইদ সরদারসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এ ছাড়াও রাধা নগর আলিম মাদ্রাসার সভাপতি মোঃ ইসমাইল মোল্লা, উপজেলার ভিটাবল্যা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাঃ আঃ আলিম, ভিটাবল্লা মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যুৎসায়ী ডা.মোঃ আঃ রশিদ মোল্যা, উপজেলা হাজী কল্যান পরিষদের সম্মানিত সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ আল কাফি,সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ রোস্তম আলীসহ জামদিয়া ইউনিয়নের সভাপতি সাবেক চেয়ারম্যান ও
ভিটাবল্যা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ মহিউদ্দিন বিশ্বাস, সহসভাপতি সাবেক ভিটাবল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আঃ মজিদ আনোয়ার, বাসুয়াড়ি ইউনিয়নের হাজি কল্যান পরিষদের সভাপতি ও সাধারন সম্পাদক এবং পরিষদের সম্মানিত সদস্য সবেক সম্মিলিত বহুমুখী বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলহাজ্ব মোঃ খলিলুর রহমান খন্দকার। এদিন মৃতের জানাজা নামাজ পড়ান মৃতের ভাইপো মোঃ সহিদুল ইসলাম (বুলবুল)।জানাজা শেষে মৃতের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।