বাঘারপাড়া উপজেলার এক পল্লী গ্রাম তেঘরীর কামাল বাচতে চায়
বাঘারপাড়া প্রতিনিধিঃ
যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের তেঘরীর মৃত ওয়াজেদ আলী মোল্লার ছেলে মোঃ কামাল হোসেন(২৭)দির্ঘদিন যাবদ বিভিন্ন রোগে ভুগছিল। হত দরিদ্র কামাল ৫ ভাই বোনের সকলের ছোট। বাবার মৃত্যুর পর ভাইয়ে
ভাইয়ে পৃথক হয়ে যায় এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এর পরথেকে সে অসুস্থ্য হতে থাকে। ধারদিনা করে কিছু টাকা যোগাড় করে জেলা সদরে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে পরীক্ষা নিরিক্ষা করিয়ে আবার
ডাক্তারের কাছে গেলে ডাক্তার রিপোর্ট দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট পাঠায় সেখানে যেয়ে জানতে পারলেন সে দুরাঙ্গ ব্যাধিতে আক্রান্ত হয়েছে। তার শরীরের ভিতর
হৃদপিণ্ডের ২টি ভাল্ব প্রায় অকেজো হয়ে গেছে। উন্নত চিকিৎসা নিতে তার খরচ হবে ১২/১৫ লাখ টাকা। কোথায় পাবে এত টাকা তাই সমাজের বীত্ত্ববানদের নিকট সাহায্যের হাত বাড়িয়েছে। গ্রামের যুবসমাজের উদ্যোগে কামাল কিছু আর্থিক সহায়তা পায় তাতে তার কিছুই হবে না। এত টাকা কোথায় পাবে এই টেনশনে কামাল আরও দুর্বল হয়ে যাচ্ছে।
কামলের এখন শেষ ভরসা দানশীল ও ধনাঢ্যব্যক্তীরা যদি আর্থিক সহায়তা দিয়ে তার পাশে দাড়ায় তাহলে সে আল্লাহর ইচ্ছায় সুস্থ্য হয়ে আবারও আর ১০ জনের মত কাজকর্ম করে সংসারের দায়িত্বগুলো ভালভাবে পালন করতে পারবে।
এছাড়া দেশে সরকারি ও বেসরকারি অনেক সেচ্ছাসেবী সংগঠন আছে তাদের কাছে তার আকুল আবেদন তারা যদি তাকে আর্থিক ভাবে সহায়তা করে তাহলে সে সুস্থ্য হয়ে আজীবন চিরকৃতজ্ঞ থাকবে তাদের কাছে।
বর্তমানে কামাল হোসেন শুধু অন্যের উপর ভরসা করে আছে এছাড়া তার আর কোন উপায় নেই। সর্বশেষ তার আল্লাহ।