বাড়াতে বা মুরীদ হলে লাভ কি? আর না হলে ক্ষতি কি?
আব্দুল মান্নান বিশেষ প্রতিনিধিঃ
বায়াত (অর্থ বেচা- কেনা, ক্রয়- বিক্রয়)বা মুরীদ হলে একজন যোগ্য ক্রয় বিক্রয় করী বা বেচাকেনার সঠিক হিসাব শিখতে পারবেন নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে পারবেন,
প্রকৃত ভেদ জানতে পারবেন, মুরাদ অর্জন করতে পারবেন আর মুরীদ না হলে আত্না থাকবে দুর্বল আপনি পদে পদে ঠকবেন, প্রতারিত হবেন, বিশেষ করে ধর্মের নামে ধোঁকা খেতে খেতে কবরে যাবেন।আমল
করছেন প্রচুর কিন্তু আল্লাহ রাসূলের নৈকট্য ও সান্নিধ্য পাবেন না।এছাড়া ভন্ড পীরের মুরীদ হলেতো আরো বিপদ! পীরের বংশ পরিচয়, এলেম ও আমল এবং চরিত্র ভালভাবে জানতে হবে।
পীরের সাথে রাসূলে পাক সঃ এর রুহানী সম্পর্ক আছে কিনা তা কিভাবে জানবেন? যে পীরের কথা শুনলে দিল রৌশন হয় এবং হিংসা বিদ্বেষ দূর হয় তিনি হলেন কামেল পীর।যার কথা শুনলে কোন পক্ষের প্রতি
ক্ষোভ প্রকাশ পায় এবং মানুষ থেকে মানুষ আলদা হয়ে যায় সেসব পীরের মুরীদ হওয়া যাবেনা পীরের কাজ আর রাসূলের কাজ একই কাজ।রাসূল যেমন সমাজে সকল অন্যায় দূর করে সমাজে ন্যায় বিচার এনে দিয়েছিলেন পীরের কাজও তাই। শুধু
আমলের নামে বেলকিবাজি চলবেনা।অন্ধের মত নামাজ রোজার পাগল হলে চলবেনা সেই নামাজ রোজায় সমাজ হতে অন্ধকার দূর হচ্ছে কি হচ্ছে না তা দেখার আছে, প্রকৃত নামাজ কি নামাজ কি শিক্ষা দেয় নামাজ সমাজের পরিবর্তন ঘটায় নামাজ
পড়েছিলেন রাসুলুল্লাহ সাঃ যে সমাজের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধান অনুযায়ী মাত্র ২৩ বছরের জিন্দেগীতে গোটা আরব জাহান শান্তিময় হয়ে গেছিল কিরে কোন নামাজের শিক্ষা দিয়েছিলেন আর আমরা কোন নামাজ পড়তেছি এই নামাজের মাধ্যমে জীবনের পরিবর্তন ঘটছে না কেন
নিশ্চয় আমাদের নামাজ হচ্ছে না প্রকৃত নামাজ কি নামাজের রহস্য কি আর নামাজের হাকিকত কি, রহস্য জানতে হলেএকজন দক্ষ বিজ্ঞ-সূক্ষ্ম চেতন গুরু বা শিক্ষক ,সায়েখ, যাই বলেন, তার সংস্পর্শে না আসলে সম্ভব নয় ।
আমি আমার বাস্তবতায় থেকে কথাগুলো বললাম ।শব্দে সন্ধ্যে ভাষায় ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আব্দুল মান্নান ভান্ডারী।