বান্দরবানের ঘুমধুমে চলাচলের পথ দখলের অভিযোগ এক গ্রাম পুলিশের বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পাহাড় পাড়ায় দীর্ঘ দুই যুগের বেশী সময় ধরে স্থানীয় প্রতিবেশীদের চলাচলের পথ জবর দখল করার গুরুতর অভিযোগ উঠেছে খোদ এক গ্রাম পুলিশের সদস্যের বিরুদ্ধে। এতে অবরুদ্ধ হয়ে পড়েছে প্রায় অর্ধশতাধিক পরিবার।
ওই জনচলাচলের পথের চারপাশের বসত করা গ্রামবাসী সুত্রে ও স্থানীয় গ্রাম আদালত ও ঘুমধুম তদন্ত কেন্দ্র বরাবর এলাকাবাসীর দায়ের করা অভিযোগ সুত্রে এবং সরেজমিনে গিয়ে জানা গেছে, ঘুমধুম ইউনিয়নের ১ নং ওয়ার্ডের তুমব্রু পশ্চিমকুল পাহাড় পাড়া থেকে চাইল্যাতলী নামক চাষালী জমি ও বাড়ীঘরে যাওয়ার একমাত্র চলাচলের প্রায় ৮ হাত প্রস্তের পথটি ঘুমধুম
ইউপির ১ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ( চৌকিদার) ওই এলাকার মৃত আবদুল মজিদের ছেলে মোহাম্মদ শরীফ(৫০) ঘেরাবেড়া দিয়ে জবর দখল করে অন্যত্র বিক্রি করে দিয়ে নতুন ঘর তৈরির প্রক্রিয়া চালাচ্ছে।বর্তমানে জবর দখল করা পথের উপর উক্ত এলাকার সিরাজ মিয়ার ছেলে শামীম নামের এক যুবক দখল পাকাপোক্ত করতে নতুন ঘর তৈরির কাজ চালিয়ে যাচ্ছে।
চোখের সামনে কোন ক্ষমতার বলে অর্ধশতাধিক পরিবারের চলাচলের পথ বন্ধ করে বেচা-বিক্রিতে নেমেছে দখল দস্যুরা,এমন প্রশ্নের সুরাহা চেয়ে এলাকাবাসীর পক্ষে গণ সাক্ষর সম্বলিত স্থানীয় যুবক মৃত আবু তাহের এর ছেলে নুরুল ইসলাম খোকন বাদী হয়ে গত ১২ সেপ্টেম্বর ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান বরাবর এবং ২৬ সেপ্টেম্বর ঘুমধুম পুলিশ কেন্দ্র বরাবর অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে একদল পুলিশ।
ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুইয়া জানান,অভিযোগ পেয়ে ঘঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।তদন্ত পুর্বক জবরদখলকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।