বাড়ির গেটে শরীয়তপুর জেলা বিএনপির অবস্থান কর্মসূচি
শরীয়তপুর প্রতিনিধি:
সারাদেশে বিএনপি রাজপথে ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করলেও শরীয়তপুর জেলা বিএনপি প্রধান সড়ক বাদ দিয়ে গ্রামীণ সড়ক পেরিয়ে একটি বাড়ির গেটের সামনে কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি পালন করেছে।
শনিবার (০১ এপ্রিল) শরীয়তপুর সদর উপজেলার ধানুকা এলাকার গ্রামীণ সড়কের রানী মহল নামে একটি বাড়ির গেইটে ব্যানার টানিয়ে জেলা বিএনপির কার্যকরি সভাপতি শাহ আব্দুস সালামের সঞ্চালনায় সাবেক সাংসদ জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরনের সভাপতিত্বে এ কর্মসূচি পালন করা হয়েছে। রানী মহলের মালিক স্থানীয় এক বিএনপি নেতা। কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিকাল ৪ টার পর রানী মহলের সামনেই অবস্থান কর্মসূচি শেষ হয়েছে।
কেন্দ্র ঘোষিত ১০ দফা কর্মসূচি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের উর্ধ্বগতিসহ বেগম জিয়ার মুক্তির দাবিতে হলেও প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মাশুকুর রহমান বিএনপি নেতাকর্মীদের ওপর সরকারের দমন পীড়নের কথা উল্লেখ্য করে বেগম জিয়ার মুক্তি দাবি করেন। এছাড়া তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করতে দেওয়া হবে না।
খন্দকার মাশুকুর রহমানসহ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ শফিকুর রহমান কিরন, সাংগঠনিক সম্পাদক সাইদ আহমেদ আসলামসহ কোনো নেতাই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের উর্ধ্বগতি নিয়ে কথা তেমন কোনো বলেন নি। তিন বারের ক্ষমতাসীন দল বিএনপি সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের উর্ধ্বগতি নিয়ে সারাদেশে কর্মসূচি ডেকে সাধারণ মানুষের কথা না বলায় ক্ষুদ্ধ স্থানীয় সাধার ভোটাররা।
শরীয়তপুর জেলা বিএনপি’র সভাপতি শফিকুর রহমান কিরন বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলার মাটিতে কোন নির্বাচন হতে দেওয়া হবে না। তাই দেশের এই দুঃসময়ে বিএনপি’র সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভাবে দলের জন্য কাজ করতে হবে। ঘরের গেইটে কর্মসূচি বাস্তবায়ন করায় তিনি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. জাহাঙ্গীর আলম কাশেম, বিএম হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, দপ্তর সম্পাদক এ্যাড. কামরুল হাসান, শরীয়তপুর পৌরসভার সভাপতি এ্যাড. লুৎফর রহমান ঢালী, নড়িয়া উপজেলার সভাপতি দাদন মুন্সী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সী। উপস্থিত ছিলেন যুবদল নেতা এ্যাড. মৃধা নজরুল কবির, আজাদ মাল, জাসাসের সাধারণ সম্পাদক মনজুর হাসান, জবি ছাত্রদলের সহ-সভাপতি রাতুল, ছাত্রদল নেতা পান্থ তালুকদার, পারভেজ খান, ইমাম মোল্লা, মহিলা দলনেত্রী নিপা প্রমূখ। এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।