বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় গুলিতে আহত পোশাক শ্রমিকের পাশে বিএনপি
জাহাঙ্গীর আলম, নেত্রকোনা:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় হেলিকপ্টার থেকে র্যাবের গুলিতে আহত পোশাক শ্রমিক রিফাতের পরিবারের পাশে দাঁড়িয়েছে পূর্বধলা উপজেলা বিএনপি। রিফাত নেত্রকোনার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের খারছাইল গ্রামের মোবারক হোসেনের ছেলে।
নিউজের ভিডিও দেখতে নিম্নে ক্লিক করুন —
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দদের সাথে নিয়ে রিফাত হোসেনের গ্রামের বাড়ি যান। ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে কুশল বিনিময় করেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে সার্বক্ষনিকভাবে রিফাতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিএনপির এ নেতা। এসময় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহিম,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকিরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বিএনপি নেতা আবু তাহের তালুকদার বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও গ্রামবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন।