বিকেএসপিতে চান্স পেয়েছে নিলুফার কায়সার একাডেমির সুমাইয়া
নিজস্ব সংবাদদাতা :
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)তে প্রমিলা ফুটবলে চান্স পেয়েছে দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান আনোয়ারা,নিলুফার কায়সার স্মৃতি মহিলা ফুটবল একাডেমির কৃতি ছাত্রী সুমাইয়া (প্রকাশ মিলি)।
শুক্রবার (৭ এপ্রিল ) প্রকাশিত চূড়ান্ত ফলাফলে নির্বাচিতদের তালিকায় জায়গা করে নেয় সুমাইয়া (প্রকাশ মিলি)।
বিকেএসপিতে সুযোগ পাওয়ায় সুমাইয়াকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন একাডেমির প্রধান উপদেষ্টা ওয়াসিকা আয়শা খান এমপি,একাডেমির চেয়ারম্যান আজিজুল হক আজিজ, একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ এরশাদ এবং কোচ মোঃ আলী।
নিলুফার কায়সার স্মৃতি মহিলা ফুটবল একাডেমির চেয়ারম্যান আজিজুল হক আজিজ ও প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ এরশাদ বলেন,বিকেএসপির ২০২৩ সালের প্রমিলা ফুটবল প্রশিক্ষণার্থী বাছাই কার্যক্রমের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হয়েছে আমাদের একাডেমির সুমাইয়া।
তার এ অর্জনের জন্য আমরা আনন্দিত।২০১৭ সালে বাংলাদেশ আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপির সহযোগিতায় অত্র একাডেমি প্রতিষ্ঠা করি। ২০১৭ সালে সুমাইয়া একাডেমিতে ভর্তি হয়ে নিজেকে তৈরী করে,এরপর তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনূর্ধ্ব ১৭ গোল্ডকাপে ২০১৯ সালে আনোয়ারা মহিলা ফুটবল টিম হয়েছে অংশগ্রহণ করে টিম হয়েছে চ্যাম্পিয়ান নিজে হয়েছে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়,২০২০ সালে ওই টিম হয়েছে আবার
রানারআপ।
২০২২ সালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনূর্ধ্ব ১৭ গোল্ডকাপে জেলা পর্যায়ে কোতোয়ালি থানা হয়ে অংশগ্রহণ করে উক্ত টিমও হয় চ্যাম্পিয়ান,একই বছর ২০২২ সালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনূর্ধ্ব ১৭ গোল্ডকাপে বিভাগীয় পর্যায়ে সুমাইয়া নৈপূন্যে চট্টগ্রাম জেলা হয়েছে চ্যাম্পিয়ান,এছাড়াও সেই বিভিন্ন জেলার টিম হয়ে পেয়েছে খেলার সুযোগ।
এখন বিকেএসপিতে প্রমিলা ফুটবলে চান্স পেয়েছে।একাডেমি প্রতিষ্ঠার ৭ বছরের মধ্যে,শিফা দাশ, আলীফা আক্তার এই বছর সুমাইয়া পেয়েছে পরিশ্রমের ফল। আমরা তার উত্তরোত্তর সফলতা কামনা করি। সুমাইয়া আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এলাকায় মেয়ে।