জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি ঝিনাইদহ :
বিবিসি মিডিয়া অ্যাকশন কর্তৃক জনস্বার্থমুলক সাংবাদিকতা প্রশিক্ষনে অংশ নিয়ে প্রথম হয়েছেন কালীগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও গ্রামের কাগজের সাংবাদিক জাহাঙ্গীর হোসেন। তিনি ঢাকায় অনুষ্ঠিত তিনদিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় গ্রামের কাগজের ২০ জন সহ মোট ৩০ জন সাংবাদিকের মধ্যে প্রথম হন।
উল্লেখ্য, সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে ব্রিটিশ দাতা সংস্থা এফসিডিও’র সহায়তায় ‘প্রাইমড’ প্রকল্পের আওতায় বিবিসি মিডিয়া অ্যাকশনের সাথে দীর্ঘদিন কাজ করছে গ্রামের কাগজ। এরই ধারাবাহিকতায় বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রশিক্ষনকালীন সময়ে সাংবাদিকদের মধ্যে মেধা ও দক্ষতার বিশেষ সাফল্য দেখান সাংবাদিক জাহাঙ্গীর হোসেন। তার এ সাফল্যে কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন ও সম্পাদক সাবজাল হোসেন সহ ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
গত ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর ঢাকাতে তিনদিন ব্যাপী জনস্বার্থ সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষক হিসাবে ছিলেন, বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রডাকশন ও ক্রিয়েটিভ লিড বিশ্বজিত দাস, মিডিয়া ট্রেনিং অফিসার আরাফাত সিদ্দিক, প্রজেক্ট ম্যানেজার মীর মো. আরাফাত রহমান, প্রোজেক্ট অফিসার শেহরিন আহসান মৌ ও ডিজিটাল কনটেন্ট প্রডিউসার মোহাম্মদ জাহিদ হাসান। তারা পাঠক ও দর্শকের চাহিদা অনুযায়ী খবর পরিবেশনের জন্য বিভিন্ন কলাকৌশল নিয়ে সাংবাদিকদের হাতে কলমে প্রশিক্ষণ দেন।
প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিবিসি মিডিয়া অ্যাকশনের কান্ট্রি ডাইরেক্টর মো. আল মামুন ও গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন। শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
উন্নয়ন বিষয়ক চ্যারিটি সংস্থা বিবিসি মিডিয়া অ্যাকশনের ওই সাংবাদিক কর্মশালার প্রশিক্ষক হিসাবে আরও অংশ নিয়েছিলেন, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি’র সদস্য শাহনাজ শারমিন, নাজনীন মুন্নী, নূর সিদ্দিকী ও বদরুল আলম নাবিল।