বেনাপোলে দুই কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ
বিশেষ প্রতিনিধি :
“শেখ হাসিনার নির্দেশ, কৃষকের পাশে বাংলাদেশ” এই শ্লোগানে চলতি মৌসুমে যশোরের বেনাপোলে দুইজন কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ।
বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়ার কার্যক্রমের কর্মসূচীর ধারাবাহিকতায় শুক্রবার সকালে বেনাপোলে হাবিবুর রহমান নামে এক কৃষকের ১৫ কাঠা ও মুক্তার হোসেম নামে অপর এক কৃষকের ১ বিঘা জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা এম আহসানুর রহমান ইমন বলেন, ধান কেটে কৃষকের ঘরে নিরাপদে পৌছে দিতে তরুন প্রজন্ম, ছাত্র ও যুবসমাজের প্রতি বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশ জানিয়েছেন জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল কুন্ডু।
জন্মলগ্ন থেকেই দেশের যেকোনো ক্রান্তিলগ্নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ ছাত্রলীগের সাহসী সন্তানেরা। চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলের গরীব কৃষকের পাকা ধান কেটে ঘরে পৌছে দিতে ছাত্রলীগ সব সময় প্রস্তুত আছে বলে জানান ছাত্রলীগ নেতা এম আহসানুর রহমান ইমন।
এ বিষয়ে কৃষক হাবিবুর রহমান ও মুক্তার হোসেন বলেন, ধান কাটা, মাড়াই ও ঝেড়ে ঘরে তুলতে অনেক ব্যায় বেড়ে গেছে। তার উপর শ্রমিক সংকট তো রয়েছেই। এ অবস্থায় ছাত্রলীগ আমার মত এমন গরীব কৃষকের পাশে এসে দাঁড়িয়েছে এজন্য অনেক ধন্যবাদ। আশা করছি ছাত্রলীগের এমন কার্যক্রমে কৃষকরা তাদের পাকা ধান সময় মত ঘরে তুলতে পারবে।