জসিম উদ্দিন, বেনাপোল (যশোর) প্রতিনিধি:
স্থলবন্দর বেনাপোলে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেনাপোল বিওপির সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি খুলনা সেক্টর কমান্ডার মামুনুর রশীদ পিএসসি। ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ কলকাতার সেক্টর কমান্ডার রাজেশ কুমার ।
বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষীবাহিনীর মধ্যে সোহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, অবৈধভাবে সীমান্ত পারাপার ও শুন্য রেখা অতিক্রম এবং সর্বোপরি মাদক পাচার প্রতিরোধে বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতি সমর্থনে ভারত থেকে অবৈধভাবে মাদকদ্রব্য প্রবেশ বন্ধ করার ব্যাপারে বিএসএফকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোরালো আহবান জানানো হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী ও খুলনা ২১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ৷