জসিম উদ্দিন, বেনাপোল (যশোর) :
যশোর গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে বেনাপোল সীমান্ত থেকে ১০ কেজি গাঁজা সহ মুনতাজ আলী (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।
বৃহস্পতিবার (৫ই জানুয়ারি ২০২৩) বিকাল সাড়ে পাঁচটার দিকে বেনাপোল রঘুনাথপুর পূর্বপাড়া এলাকায় থেকে তাকে আটক করা হয়।
আটক মুনতাজ আলী বেনাপোল রঘুনাথপুর পূর্বপাড়া এলাকার মৃত সাবেদ আলী সরদারের ছেলে। জব্দকৃত এসব মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা।
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, বিপুল পরিমাণের গাঁজাসহ আটক মুনতাজ আলী বেনাপোল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিলো। গতকাল বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি মুনতাজ বিপুল পরিমাণ গাঁজা নিয়ে রঘুনাথপুর পূর্বপাড়া এলাকার খালেক মাস্তানের ছেলে বিল্লাল হোসেনের (৩৫) বাড়িতে অবস্থান করছে।
বিষয়টি যশোর পুলিশ সুপারকে জানালে তিনি মাদকসহ ওই মাদক ব্যবসায়ীকে আটকের নির্দেশ দেন। এরপর যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মোঃ নুর ইসলাম, এসআই শফি আহমেদ রিয়েল, এএসআই মোঃ শফিউল ইসলাম, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডলের সমন্বয়ে একটি চৌকস টিম বেনাপোল রঘুনাথপুর পূর্ব পাড়া এলাকায় অভিযানে পাঠালে তারা বিকাল সাড়ে পাঁচটার দিকে সেখান থেকে এই বিপুল পরিমাণ গাঁজাসহ তাকে আটক করতে সক্ষম হয়।
পরে তার বিরুদ্ধে বেনাপোল থানায় একটা মাদক মামলা দায়ের করা হয়েছে।