জসিম উদ্দিন, বেনাপোল (যশোর):
যশোরের বেনাপোল বাজারের মধ্যে থেকে ৬০ লিটার দেশি মদসহ আব্দুল মজিদ টুনু (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পোর্ট থানা পুলিশ।
শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় তাকে আটক করা হয়। আটক আব্দুল মজিদ টুনু বেনাপোল সীমান্তের সাদিপুর (স্কুলপাড়া) গ্রামের মৃত মতলেবের ছেলে।
এসময় বেনাপোল পোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে মদের আস্তানা গুড়িয়ে দেয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া বলেন, বেনাপোল বাজারের মধ্যে দেশী মদের আস্তানা তৈরি হয়েছে। এবং সেখানে অবৈধভাবে প্রচুর পরিমাণ মদ বেচাকেনা হচ্ছে এমব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
এসময় অবৈধভাবে গড়ে উঠা মদের আস্তানা গুড়িয়ে দিয়ে ৬০ লিটার দেশী মদ সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। আটক আসামির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।