বেলকুচিতে ইউপি সদস্যের বিরুদ্ধে স্কুলের গাছ কাটার অভিযোগ
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে রেজুলেশন ও টেন্ডার ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ টি বড় ইউক্যালিপটাস গাছ কাটার অভিযোগ উঠেছে ইউপি সদস্য নুরুল ইসলাম তুহিনের বিরুদ্ধে । উপজেলার কেসি শালদাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার এ ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর একটি লিখিত লিখিত অভিযোগ দায়ের করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ পারভীন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কে, সি শালদাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠের চার পাশে অনেক গুলো ইউক্যালিপটাস গাছ আছে। কিন্তু বিদ্যালয়ে বামপাশ দিয়ে রাস্তা মেরামতের কাজ চলছে। ওই রাস্তার দু পাশে দুইটা বড় ইউক্যালিপটাস গাছ ছিল।
পরে ইউপি সদস্য নুরুল ইসলাম তুহিন তার অনুসারীদের সাথে নিয়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সভাপতি কাছে অনুমতির জন্য আসেন। তারা স্কুলের গাছ কাটতে অসম্মতি জানান। পরে স্কুল বন্ধ থাকায় স্কুলের ২ টি ইউক্যালিপটাস গাছ কেটে ফেলেন তুহিন।
এ বিষয়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ পারভীন বলেন, বিদ্যালয়ের জায়গায় গাছ গুলো রোপন করা হয়েছিল। সরকারি প্রতিষ্ঠানের গাছ কাটতে হলে রেজুলেশন ও টেন্ডার অনুমোদন করার নিয়ম আছে। কিন্তু শুক্রবারে স্কুল বন্ধের দিনে সুযোগ বুঝে ইউপি সদস্য নুরুল ইসলাম তুহিন এই কাজটা করেছে।
বিষয়টি নিয়ে আমি ঊর্ধতন কতৃপক্ষকে লিখিত অভিযোগ দিয়েছে।
এদিকে অভিযুক্ত ইউপি সদস্য নুরুল ইসলাম তুহিনের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি স্কুলের গাছ কাটার বিষয়ে কোন কিছু জানিনা। আমাকে ফাঁসার জন্য শিক্ষিকা ভূল তথ্য দিয়েছে। ওই স্কুলের শিক্ষিকা তাহার লোকজন দিয়ে স্কুলের ২ টি গাছ কেটেছেন।
আর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, গাছ কাটার বিষয়টি নিয়ে প্রধান শিক্ষিকা একটি লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।