বেলকুচিতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই মোটরসাইকেলে চালক নিহত ও এক শিশু আহত হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় বেলকুচি উপজেলা সূবর্ণসাড়া পেট্রোল পাম্প এলাকায় এ দূর্ঘনা ঘটে।
এ ঘটনায় আহত শিশু মানিকের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে তাকে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালে চিকিৎসাধীন রাখা হয়েছে ।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানান, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে সূবর্ণসাড়া তেল পাম্পের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এক শিশু আহত সহ দুই চালক নিহত হয়।
নিহতদের লাশ বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। আহত শিশু খাঁজা ইউনুস আলী মেডিক্যাল কলেজের চিকিৎসাধীন রয়েছে।
 
			 
		     
					








