ফরিদপুর ব্যুরো:
স্বাধীনতার মাসে মহান মুক্তিযোদ্ধাদের স্মরণে “মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন ফরিদপুর” বোয়াললমারী উপজেলা শাখা এর উদ্যোগে বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের
রেনীনগর সততা ব্রাদার্স ক্লাবে ৩য় তম বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের আয়োজন করা হয়।উক্ত ক্যাম্পেইনে সকাল দশটা থেকে বিকাল পর্যন্ত প্রায় ৩শ জন এলাকাবাসীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
“মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন ফরিদপুর” জেলার প্রতিটি উপজেলায় সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। তাদের অন্যতম একটি উদ্দেশ্য হলো স্বেচ্ছায় রক্তদান।
ফরিদপুরের প্রতিটি সুস্থ সবল ও রক্তদানে উপযুক্ত ব্যক্তিকে রক্তদানের জন্য মানসিকভাবে প্রস্তুত করতে, সংগঠনটি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের আয়োজন করে থাকে।
শুক্রবার রেনীনগরে রক্তের গ্রুপ জানতে আসা জবেদা বেগম জানান, আমি আগে নিজের রক্তের গ্রুপ জানতাম না। এখন আমি আমার রক্তের গ্রুপ কি সেটা জানতে পেরেছি খুবই ভালো লাগছে।
আমার ছেলে মেয়েরাও আজ রক্তের গ্রুপ জানতে পেরেছে। এতে আমাদের অনেক উপকার হয়েছে। রক্তের গ্রুপ নির্ণয়ের জন্য আর দৌড়াদৌড়ি করা লাগবে না।
সাইদুল ইসলাম নামে এক যুবক জানান, আগে আমি রক্তের গ্রুপ নির্ণয় করতে ভয় পেতাম। আজ “মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন ফরিদপুর” এর স্বেচ্ছাসেবী ভাইয়েরা খুব সুন্দর করে আমার রক্তের গ্রুপ
নির্ণয় করে দিয়েছেন এবং স্বেচ্ছায় রক্তদানে আমাকে অনুপ্রাণিত করেছেন। ইনশাল্লাহ আমি ভবিষ্যতে যে কোন মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনে, স্বেচ্ছায় রক্ত দান করে; একজন রক্ত যোদ্ধা হবো।
রেনীনগর সততা ব্রাদার্স ক্লাবের সভাপতি শেখ বিপ্লব আহমাদ গণমাধ্যমকে বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনটি কর্মীরা আমাদের এলাকায় এসে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
করে দিয়ে গেছে। আমাদের পক্ষ থেকে তাদের সহযোগিতা করেছি। তাদের এ উদ্যোগ সত্যিই প্রশংসিত।