ওবায়দুর রহমান, ভাঙ্গা-ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় ‘উপজেলা পর্যায়ে’ ৪৯-তম জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বিকেলে ভাঙ্গা মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় সেমিনার কক্ষে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিনের সার্বিক তত্তাবধানে অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও ক্রীড়া সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন। একাডেমিক সুপারভাইজার প্রহলাদ বিশ্বাসের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেন,শাখাওয়াত হোসেন,মিজবাহা উদ্দিন,মাদ্রাসা সুপার মাওলানা ইব্রাহিম মিয়া,সাংবাদিক এটি,এম ফরহাদ নান্নু,মিঠুন চক্রবর্তী,শিক্ষার্থী নুসরাত জাহান নিঝুম সহ অন্যান্যরা।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, বইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। খেলাধুলা নির্মল বিনোদন,নেশা থেকে দূরে রাখার পাশাপাশি শরীর,স্বাস্থ্য ও মন ভাল রাখে। এজন্য হারিয়ে যাওয়া দেশীয় খেলাধুলার প্রতি তিনি মনোনিবেশ করতে বলেন। তিনি শিক্ষকদের উদ্যেশ্যে বলেন,দেশীয় খেলাধুলা এমনভাবে প্রচলন করতে হবে যেন শিক্ষার্থীরা খেলাধুলায় আগ্রহী হয়ে বিদ্যালয়ে আসে। অনুষ্ঠান শেষে শিক্ষার্থী এবং শিক্ষকদের মাঝে ক্রীড়া এবং বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।