ভাঙ্গায় এ.আর ভূইয়া সেতু উদ্বোধন করলেন এম,পি মজিবর রহমান চৌধুরী ( নিক্সন)
ওবায়দুর রহমান, স্টাফ রিপোর্টার ঃ
ফরিদপুরের ভাঙ্গায় চুমুরদি ও ঘারুয়া ইউনিয়নের সংযোগ স্থান বাবলাতলা হাটে কুমার নদের উপর ৭ কোটি ২৪ লক্ষ টাকা ব্যয়ে প্রায় ৮০ মিটার দীর্ঘ সেতু উদ্বোধন করলেন যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার ও ফরিদপুর ৪ আসনের মাননীয় সংসদ জনাব মজিবুর রহমান চৌধুরী ( নিক্সন) । আজ
বিকাল (শুক্রবার) ৪ টার সময় এই উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে এলাকার প্রায় লক্ষাধিক লোকের দুর্ভোগ লাঘোব হল। কুমার নদের দুই পাড়ে হাজার হাজার উৎসক জনতা এই প্রতীক্ষিত সেতু উদ্বোধন দেখার জন্য ভিড় জমায়। সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন হতে ছোট,ছোট দল বেধে লোকজন বাবলাতলা হাটে জড়ো হতে
থাকে।আগামী চুমুরদী ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জনাব আসাদুজ্জামান চন্দন প্রায় এক হাজার লোকের একটি মিছিল নিয়ে এই উদ্বোধনী অনুষ্ঠানে আসেন, পরে মিছিলটি নিয়ে জনসভায় সামিল হয়। এই দৃশ্যটি ছিল সত্যিই চোখে পড়ার মতো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এস এম
হাবিবুর রহমান, অ্যাপোলো নওরাজ, চুমুরদী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সোহাগ, হাজী সোবাহান মুন্সী,মতিয়ার মাতুব্বর, আওয়ামী লীগের বিশিষ্ট নেতা আসাদুজ্জামান চন্দন, আশিকুজ্জামান কিরন সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও স্হানীয় প্রিন্ট, ইলেক্ট্রনিক, অনলাইন মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।