ওবায়দুর রহমান, স্টাফ রিপোর্টার ঃ
ফরিদপুরের ভাঙ্গায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় ভাঙ্গা সহকারী কমিশনার (ভূমি)মাহমুদুল হাসান সার্বিক তত্ত্বাবধানে ড্রেজার পাইপ জব্দ করেছেন। সোমবার আলগী ইউনিয়নের পীরেরচর গ্রামের কুমার নদ থেকে বালু উত্তোলনের সময় এই ড্রেজারের পাইপ জব্দ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আলগী ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছে এই চক্রটি। প্রশাসনের নজর ফাঁকি দিয়ে অঘোষিত ইঙ্গিতে দিনরাত বালু উত্তোলন করে আসছে। সাধারণ জনগণ ও ভুক্তভোগীরা মনে করছেন এরকম অভিযান অব্যাহত থাকলে ভাঙ্গায় অবৈধভাবে বালু উত্তোলন কিছুটা হলেও কমে আসবে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান বলেন, অভিযোগের ভিত্তিতে উপজেলা আলগী ইউনিয়নের পীরেরচরগ্রামের কুমার নদ থেকে আলিপুর গ্রামের মোহাম্মদ টুকু মাতুব্বর অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল, সংবাদটি আমার কাছে আসলেই আমি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে ড্রেজারের পাইপ গুলো জব্দ করি। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা জাতির বিবেক, ভাঙ্গা উপজেলার যে কোন জায়গায় অবৈধভাবে ড্রেজিং করে বালু উত্তোলন করা হলে আমাকে অবহিত করবেন আমি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিব।
তিনি আরো বলেন, আমরা ভ্রাম্যমান করে বালু মহল মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লঙ্ঘন করলে ১৫/১ অনুযায়ী বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিতে পারি কিন্তু আমরা কখনো ঘটনাস্থলে গিয়ে ড্রেজারের মালিক কে ধরতে পারিনা আবার যে মাটি ফেলায় সে এক কথা বলে বেঁচে যায় , আমরা এই আইনের কিছুই জানিনা।দেশের মঙ্গল ও জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। সুশীল সমাজ ও ভুক্তভোগীরা ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান এর এই জনবান্ধব অভিযানের প্রশংসা করেছেন।