ভাঙ্গায় দুই রেমিটেন্স যোদ্ধা দের মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
ওবায়দুররহমান,,স্টাফ রিপোর্টার ঃ
ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসীদের নামে মিথ্যা ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ও পরিবারের সদস্যরা।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টার সময় একটি রেস্টুরেন্ট এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ।সংবাদ সম্মেলন লিখিত বাক্যপাঠ করেন মালোয়শীয়া প্রবাসী রুবেল মোল্লা।
এসময় তিনি বলেন, গত ১১ জানুয়ারি ভাঙ্গা উপজেলার ছোট খারদিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। কিন্ত সংঘর্ষের সময় আমি রুবেল মোল্লা ও আমার ভাই পান্নান মোল্লা আমাদের মালিকানাধীন বাড়ি ভাঙ্গায় পৌরসভার দাড়িয়ার মাঠ এলাকায় অবস্থান করি। আমাদেরর বাড়িতে যাওয়া আসার সিসিটিভি ফুটেজ রয়েছে। ঘটনার সময় আমারা গ্রামের বাড়ি ছোট খারদিয়াতে অবস্থান না করলেও আমাদরে মামলার আসামি করা হয়। এজন্য এখন আমরা আবার বিদেশে যেতে পারছি না। এমন অবস্থায় একজন প্রবাসী হিসাবে আমরা আবার মালোয়শীয়া গিয়ে রেমিটেন্স যোদ্ধা হিসাবে রেমিটেন্স সংগ্রহ করতে পারি সেই সুযোগ চাই।
এসময় আরো উপস্থিত ছিলেন পান্নান মোল্লা, হাসিনা বেগম ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
এই বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক মোশারফ হোসেন জানান, এই মামলায় তদন্ত চলছে তদন্ত সাপেক্ষ বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। কেউ যদি ঘটনার সাথে যুক্ত না থাকে তার নামে কোন প্রতিবেদন নাম থাকবে না ।