ওবায়দুর রহমান, ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের মাধবপুর নামক স্থানে সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৪ জন নিহত হয়েছেন। এসময় অন্তত আহত হয়েছে ১৯ জন । শনিবার(৫ নভেম্বর) দিবাগত ভোর রাত আনুমানিক ৩ টার দিকে উপজেলার মাধবপুর এলাকায় এ ঘটনা ঘটে। বাসটি ফরিদপুর থেকে বরিশাল যাওয়ার পথে বেপরোয়া গতিতে চালানোর সময় সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লেগে হতাহতের এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। নিহতরা হলেন,পিরোজপুরের খাউখালী উপজেলার শিয়ালকাঠি গ্রামের মেরিনা আক্তার (৩২), তার শিশু পুত্র জুনায়েদ (০৩), ঢাকা জেলার সাভারের গেন্ডা গ্রামের হুমায়ুন কবির (৪৮) এবং ঝালকাঠির সদরের দারখিন গ্রামের আব্দুল রউফ হাওলাদার (৫০)। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক সোহানুর রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, ভাঙ্গার মাধবপুর নামক স্থানে সাকুরা পরিবহনের দ্রুত গতির একটি বাস(ঢাকা মেট্রে-ব-১১-৪৮০৯) নিয়ন্ত্রণ হারিয়ে
রাসÍার পাশের গাছে ধাক্কা দিলে বাসটি সম্পূর্ণ দুমড়ে-মুঁচড়ে যায়। এসময় ঘটনাস্থলে দুইজন নিহত হয়। অপর দুইজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।পরে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়। বাসে থাকা যাত্রীরা জানান,পরিবহনটি বেপরোয়া গতিতে চলছিল। এক পর্যায়ে এটি নিয়ন্ত্রন হারিয়ে প্রচন্ড গতিতে গাছের সাথে ধাক্কা লাগে বাসের এক পাশ দুমড়ে মুচড়ে যায়। রাত গভীর থাকায় বেশীর যাত্রীই ঘুমিয়ে ছিল। রাত গভীর হওয়ায় উদ্ধার কাজ চালাতে বেগ পেতে হয়। এদিকে ফরিদপুর-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ এলাকায় পৃথক ঘটনায় রোববার সকালে অজ্ঞাত পরিবহনের চাপায় লিচু মাতুব্বর(৫০) নামে এক ব্যাক্তি নিহত হয়।