ওবায়দুর রহমান,স্টাফ রিপোর্টার ঃ
ফরিদপুরের ভাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবস এর প্রথম প্রহরে ভাঙ্গা উপজেলা পরিষদের শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্প অর্পণ করা হয়।
মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন সহ উপজেলা পরিষদে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন। এসময় শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন ও শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে উপজেলার প্রশাসনের উদ্যেগে একটি প্রভাতফেরী র ্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে আলোচনা সভায়
দিবসটির তাৎপর্য তুলে ধরেন এবং ভাষা শহীদদের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে আমরা বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা গড়ে তুলতে প্রতিজ্ঞা বদ্ধ হয়। এসময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন, ভাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহামুদুর রহমান,, অতিরিক্ত পুলিশ সুপার( ভাঙ্গা সার্কেল) জনাব মোঃ হেলাল উদ্দিন ভূঁইয়া, মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম, টি,আই আনোয়ার হোসেন,, হাইওয়ে থানা ওসি তৈমুর রহমান, উপজেলা সরকারি কর্মকর্তা, কর্মচারী সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।