ভাঙ্গায় মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা!
ভীতিও নিরাপাত্তাহীনতায় দিন কাটাচ্ছে ভুক্তভোগীরা
ওবায়দুর রহমান, স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের ভাঙ্গায় আলগী ইউনিয়নের নোয়াকান্দা গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুলস সালাম এর ছেলে মাহাবুর রহমান এর উপর অতর্কিতভাবে কুপিয়ে জখম করেছে
দুর্বৃত্তরা। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪-০৩-২০২৩ ইংরেজি মঙ্গলবার বিকেল ৩ টা ৩০ মিঃ মাহবুর পেঁয়াজ বিক্রি করা এক লক্ষ ত্রিশ হাজার টাকা নিয়ে ঝাটুরদিয়া
ব্যাংকে জমা করার উদ্দেশ্যে নিয়ে আউড়া কান্দি দারুল উলুম ফয়েজিয়া মাদ্রাসা ও এতিমখানার নিকট গেলে অতর্কিতভাবে একই গ্রামের মুন্না, মারুফ, হৃদয়, আবু সাঈদ ওরফে বতু,বিল্লাল, শাজাহান, সোহাগ, তুহিন,
লিটন, রুবেল, শাহজালাল, ফারুক হোসেন, ইকরাম হোসেন, দেশীয় অস্ত্র লাঠি, লোহার রড, রামদা, চাইনিজ কুড়াল, চাপাতি, হক স্টিক, দিয়ে অতর্কিতভাবে কুপিয়ে তাকে
জখম করে। এ সময় মাহবুব এর চিৎকারে এলাকাবাসীরা ছুটে আসলে সবাই পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় মাহবুরকে নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু ফরিদপুর মেডিকেল কলেজ এন্ড
হাসপাতালে প্রেরণ করেন। এ বিষয়ে ফারুক হোসেনের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান, এই ঘটনায় জড়িত থাকা সম্পর্কে তিনি অস্বীকার করেন।
মাহাবুর রহমানের ভাই ইমারত হোসেন জানান, মুঠো ফোনে আমাদের পরিবারকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে মামলা উঠানোর জন্য হুমকি-ধমকি দিয়ে আসছে এবং বলে মামলা না উঠালে তোর ভাইর মতো তোদের
অবস্থা হবে। আমাদের পরিবারের লোকজন সবাই নিরাপত্তাহীনতা ও ভয় ভীতির মধ্যে আমরা দিন যাপন করতেছি। এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম জানান, মামলাটি তদন্ত দিন রয়েছে, অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।