ভাঙ্গায় ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের উপকারভোগীদের মাঝে গৃহ হস্তান্তর প্রসঙ্গে সংবাদ সম্মেলন
ওবায়দুর রহমান, ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের নিমিত্তে ৪র্থ পর্যায়ে নির্মিত ১০০ টি নতুন ঘর উপকারভোগীদের অনুকুলে গৃহ হস্তান্তর সংসক্ত সংবাদ সম্মেলন করা হয়। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আজিমউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রানেস পন্ডিত,উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোহসীন রেজা,খাদ্য কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানস বোস,উপ-সহকারী প্রকৌঃ ভাঙ্গা বিদ্যুৎ সরবরাহ মোঃ রুবেল হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সাংবাদিক বৃন্দ। এসময় উপজেলা নির্বাহী অফিসার আজিমউদ্দিন
জানান ৪র্থ পর্যায়ে ভূমি ও গৃহহীনদের জন্য ২৬৪ টি ঘর বরাদ্দ রয়েছে। ইতি মধ্যে ১০০টি ঘরের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক আগামী ২২ মার্চ সকালে উপকার ভোগীদের মাঝে উক্ত ঘরগুলো হস্তান্তর করা হবে। এসময় তিনি বলেন এর আগে ৩য় ধাপ সহ ভাঙ্গায় সর্বমোট ৭৭২ টি ঘর হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
যেগুলোতে তারা বসবাস করছেন।এসময় তিনি আরও বলেন প্রতিটি ঘরে বৈদ্যুতিক লাইন সহ ১০ টি ঘরের জন্য একটি নিরাপদ পানির কলের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া শিশুদের খেলার জন্য খেলার মাঠও নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে এসকল এলাকায় কলকারখানা স্থাপন সহ বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের চিন্তা ভাবনার কথাও জানান।








