ওবায়দুর রহমান,স্টাফ রিপোর্টার ঃ
ফরিদপুরের ভাঙ্গায় শরীফাবাদ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জনাব সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।
বুধবার,৩০ শে নভেম্বর ঐ শিক্ষার্থী সকালে স্কুল বাৎসরিক পরীক্ষা দিতে গেলে একটি প্রশ্ন না পারার কারণে প্রশ্নের উত্তরটি নোট খাতা থেকে দেখে লিখতে গেলে পরীক্ষায় কর্তব্যরত শিক্ষিকা স্বরবানী সাহা তার পরীক্ষার খাতাটি নিয়ে যান।
খাতাটি ফিরে পেতে শিক্ষিকার কাছে বার বার অনুরোধ করা সত্ত্বেও না পেয়ে প্রধান শিক্ষকের রুমে যান ।শিক্ষার্থী বলেন, আমি প্রধান শিক্ষকের রুমে গেলেই আমার আপত্তিকর বিভিন্ন জায়গায় উনি হাত দেয় এবং আমাকে জড়িয়ে ধরে, তখন আমি কান্নাকাটি করে চিৎকার করলে আমাকে শাসিয়ে ওই শিক্ষক বলেন, কারো কাছে এই কথা বললে তোর খবর আছে। আমি আমার বান্ধবীদের কাছে এইসব কথা বলে বাড়ি চলে এসে আমার পরিবারের সদস্যদের কাছে বলি।
আমার পরিবারের লোকজন স্থানীয় গণ্যমান্য দের কাছে বললে, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি জনাব নিরু খলিফা কে ঘটনাটি অবহিত করেন। আজ সকালে আমার পরিবারের সবাইকে নিয়ে গিয়ে থানায় একটি অভিযোগ করি। ভুক্তভোগীরা জানায়, আমাদের ম্যানেজ করতে ঐ শিক্ষক বিভিন্ন ভাবে উপরের মহলের লোকদের দিয়ে আমাদের ম্যানেজ করার জন্য সুপারিশ করিয়েছে।
কিন্তুু আমরা রাজি হইনাই।আমরা এই ঘটনার সঠিক বিচার চাই। উপজেলা নির্বাহী অফিসার জনাব আজিম উদ্দিন বলেন, ঘটনা তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে, সত্যতা পেলে আমরা আইনগত ব্যবস্থা নিব। ভাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ জিয়ারুল ইসলাম বলেন, প্রধান শিক্ষককে জিজ্ঞাসা বাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।