তামিম হোসেন সবুজ ”বেনাপোল যশোর: ভারতের ডম্বুর গেট খুলে দিয়ে পরিকল্পিতভাবে বাংলাদেশে বন্যার পানি ঢুকিয়ে জানমালের ক্ষতি করার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টার সময় বেনাপোল কাস্টমস হাউসের গেটের সামনে এই কর্মসূচী পালন করেন আন্দোলনকারীরা।
বেনাপোল ডিগ্রী কলেজ, বেনাপোল হাইস্কুল, বালিকা বিদ্যালয় সহ সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ গ্রহন করে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা পূর্ব সতর্কতা ছাড়াই বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে বন্যা সৃষ্টির জন্য ভারতকে দায়ী করে কড়া হুশিয়ারী দিয়ে বক্তব্য রাখেন।
বেনাপোল হাইস্কুলের প্রবীন শিক্ষক আব্দুল মান্নান মাষ্টার, নবদিগন্ত প্রিক্যাডেট হাইস্কুলের প্রধান শিক্ষক আবু তালহা বেনাপোল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মহসিন আলী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা এসময় বক্তব্য রাখেন।