ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
আলী আহসান রবি
১২ জানুয়ারি ২০২৫
আন্তর্জাতিক আইন ভঙ্গ করে বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া স্থাপনের প্রতিবাদে দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার দুপুরে তলবের জবাব দিতে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হন।
মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা শেষ করে ভারতীয় হাইকমিশনার সাংবাদিকদের বলেন, ‘সীমান্তে চোরাচালান ও মানবাপাচার বন্ধ নিয়ে আলোচনা হয়েছে। একই সাথে নিরাপত্তার জন্য সীমান্তে বেড়া নির্মানের বিষয়ে আমাদের মধ্যে বোঝাপড়া হয়েছে । দুই দেশের সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ ও বিজিবি’র মধ্যে এ নিয়ে যোগাযোগ অব্যহত রয়েছে। এই বোঝাপড়ার ভিত্তিতে অপরাধ দমনে দুই পক্ষের সম্মনিত উদ্যোগ আমরা আশা করি।’
সম্প্রতি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর প্রতিবাদে সীমান্তে অবস্থান নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসী। পরে গত সপ্তাহে বিজিবি–বিএসএফের ৪ দফা পতাকা বৈঠকের পর নির্মাণকাজ স্থগিত করে ভারত।
রোববার স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তে কাঁটাতারের বেড়া দিলে তাতে বাধা দেবে বাংলাদেশ। তিনি বলেন, ‘সীমান্তের বিভিন্ন জায়গায় ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। এ কর্মকাণ্ডে বাধা দেবে বাংলাদেশ। শক্ত অবস্থানে থাকবে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।’
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে অনুযায়ী, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ২ হাজার ২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। যার ৫০ শতাংশে কোনো বেড়া নেই।
এর আগে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে গত ৩ ডিসেম্বর একবার প্রণয় ভার্মাকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।