সুমন পাল, নরসিংদীঃ
“সময় মতো ভূমি কর পরিশোধ করবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি সেবা সাধারণ মানুষের কাছে পৌছে দিতে বর্তমান সরকার নানাবিধ প্রকল্প হাতে নিয়েছে। যার একটি হলো ভূমি সংক্রান্ত অনলাইন সেবা বা ই-সেবা।
যার মাধ্যমে ভূমি মালিকরা ঘড়ে বসেই খাজনা পরিশোধ, পর্চা উত্তোলন, খারিজ আবেদন সহ নানাবিধ কর্মকান্ড করতে পারবে। এমনকি অতিতের মতো ভূমি অফিসের নাম ভাঙ্গিয়ে যাতে কেউ সাধারণ মানুষকে হয়রানি করতে না পারে সেজন্য ভূমি অফিসের সামনে দালাল চক্রের নাম উল্লেখ করে ব্যানার টানানো হয়েছে।
সরকারের এ সকল উদ্দোগকে আরো বেগবান করার লক্ষ্যে নরসিংদী সদর সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান কাউসার সদর ভূমি অফিসের চাকচিক্ক এসি রুম ছেড়ে সাধারণ মানুষের হাতের কাছে ভূমি সেবা পৌছে দিতে সপ্তাহে অন্ত্যত একদিন খোলা জায়গায় অফিস করছেন। যাতে করে কোন সাধারণ
মানুষ এসিল্যান্ড এর সাথে দেখা করতে এসে হয়রানির শিকার না হয়। তার এ উদ্দ্যোগকে স্বাগত জানিয়েছে সেবা নিতে আসা সাধারণ জনগণ। সেবা নিতে আসা কয়েকজনের সাথে কথা বললে তারা জানায়, এ স্যার এমন একজন মানুষ কোন অভিযোগ দিয়ে
যদি স্যারকে বলি স্যার আপনি নিজে গিয়ে বিষয়টি দেখবেন, ওনি নিজেই সেখানে যান এবং ঘটনাস্থল পর্যবেক্ষণ করে দ্রুত সময়ের মধ্যে তা সমাধান করেন। উনার মতো স্যার পেয়ে আমরা আনন্দিত।