সাব্বির আলম বাবু,সত্যকন্ঠ, বিশেষ প্রতিনিধিঃ
ভোলায় “টেকসই বন ও জীবিকা (সুফল)” প্রকল্পের আওতায় “কমিউনিটি অপারেশন ম্যানুয়াল”এর উপর ৩ (তিন) দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার কোস্ট ট্রাস্ট সেমিনার হলরুমে উপকূলীয় বন বিভাগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকার বন ভবনের সুফল প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ জহিরুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভোলার উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এসএম কায়চার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সামাজিক বন বিভাগ বরিশালের বিভাগীয় বন কর্মকর্তা আ: আউয়াল সরকার, উপকূলীয় বন বিভাগ ভোলার সহকারী বন সংরক্ষক মো: মনিরুজ্জামান প্রমুখ।