দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন,
কে হচ্ছেন নৌকার মাঝি? ভোলার চারটি সংসদীয় আসনে মনোনয়ন দৌঁড়ে ৩৩ প্রার্থী
সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধিঃ
ভোলার চারটি সংসদীয় আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ এবং জমা দিয়েছেন ৩৩ প্রার্থী। এরমধ্যে ভোলা-১ আসন থেকে ৪জন, ভোলা-২ আসন থেকে ১০জন, ভোলা-৩ আসন থেকে ১৪জন এবং ভোলা-৪ আসন থেকে ৫জন। কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যালয়ের নির্ভরযোগ্য একটি সুত্র জানিয়েছে।
মনোনয়ন সংগ্রহ করা প্রার্থীদের মধ্যে রয়েছে একাধিক নতুন মুখ, রয়েছেন কেন্দ্রীয় নেতা এবং সাবেক সংসদ সদস্য। এছাড়াও একই আসন থেকে মনোনয়ন কিনেছেন স্বামী-স্ত্রী ও বাবা-ছেলে। তবে মনোনয়ন দৌঁড়ে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন বর্তমান সংসদ সদস্যরা।
দ্বীপের রাজনীতিতে শেষ পর্যন্ত কার ভাগ্যে দলীয় মনোনয়ন জুটবে তা নিয়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। চায়ের কাপে এখন চলছে সেই আলোচনা। মনোনয়ন পেতে মরিয়া হয়ে উঠেছেন প্রার্থীরা।
বর্তমার সংসদ সদস্যরা কি তাদের আসন ধরে রাখতে পারবেন নাকি নতুন মুখ আসবে তা নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া। সুত্র জানায়, ভোলা-১ আসন থেকে আ’লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বর্তমান সংসদ সদস্য তোফায়েল আহমেদ, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মাহাবুবুর রহমান হিরন,
ভোলা জেলা আ’লীগের সভাপতি ফজলুল কাদের মজনু ও কেন্দ্রীয় সাবেক ছাত্রনেতা হেমায়েত উদ্দিন মনোনয়ন কিনেছেন। অন্যদিকে ভোলা-২ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য আলী আজম মুকুল, আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন ও তার ছেলে আফতাব ইউসুফ রাজ,
কেন্দ্রীয় যুবলীগের সদস্য আশিকুর রহমান, সেচ্ছাসেবক লীগ নেতা আবুল কালাম আজাদ, খায়রুল আলম চৌধূরী, মাহাবুবুর রহমান হিরন, আবদুল কাদের খান, মাকসুদ আলম ও ওমর শরীফ। ভোলা-৩ আসন থেকে যারা মনোনয়ন সংগ্রহ করেছেন তাদের মধ্যে রয়েছে বর্তমান সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ও তার সহধর্মীনি ফারজানা চৌধূরী। এছাড়াও সাবেক সংসদ সদস্য মেজর (অবঃ) জসিম উদ্দিন,
ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার, ইঞ্জিনিয়ার মীর মোবাশ্বের আলী স্বপন, মোশারেফ হোসেন দুলাল, হোসেন হাওলাদার, ফখরুল আলম, একেএম হেদায়েতুল ইসলাম, হেদায়েতুল ইসলাম মিন্টু, এমএ কাসেম, কামরুজ্জামান শাহীন, মোঃ রাকিব ও মনির উদ্দিন।
ভোলা-৪ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, সাবেক সচিব মেজবাহ উদ্দিন, মফিজুল ইসলাম, আ,ক,ম জামাল উদ্দিন ও মোস্তাফিজুর রহমান।