ময়মনসিংহের শেরপুরে তুলশীমালা চালের ব্রান্ডিং
ক্বারী বি.এম রিয়াদুর রহমান রিয়াদ, স্টাফ রিপোর্টার।
পর্যটনের আনন্দে, তুলশীমালার সুগন্ধে’ স্লোগানে শেরপুর জেলা ব্র্যান্ডিংকার্যক্রম বাস্তবায়ন এর অংশ হিসেবে প্রথমবারের মতো জেলা প্রশাসন শেরপুর এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুর এর উদ্যোগে জেলা ব্র্যান্ডিং পণ্য সুগন্ধি ‘তুলশীমালা চাল’ এর দেশে-বিদেশে বিপণন এর উদ্যোগ নেয়া হয়েছে।
এর ফলে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী কর্তৃক ভিন্ন ও মিশ্রিত জাতের ধান-চালকে বিশুদ্ধ তুলশীমালা ধান-চাল হিসেবে বিপণন ও ভোক্তাগণের সাথে প্রতারণা বন্ধ হবে এবং শেরপুর জেলার ব্র্যান্ডিং পণ্য ‘তুলশীমালা চাল’ এর সুনাম অক্ষুণ্ণ থাকবে।
এ উদ্যোগে ইতোমধ্যে তুলশীমালা চাল আবাদী কৃষকদের ডাটাবেজ তৈরি করা হয়েছে এবং ডাটাবেজভুক্ত কৃষক হতে স্থানীয় উদ্যোক্তা কর্তৃক বাজার মূল্যে তুলশীমালা ধান ক্রয়/সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত ধান হতে স্থানীয় চুক্তিবদ্ধ রাইস মিলে চাল উৎপাদন করা হচ্ছে। এ লক্ষ্যে স্থানীয় উদ্যোক্তার সাথে চুক্তিপত্র করা হয়েছে।
তুলশীমালা চালের বিশুদ্ধতা নিশ্চিতকরণে পণ্যের মোড়কে শেরপুর জেলা ব্র্যান্ডিং লোগো, কিউআর কোড ও বারকোড সংযোজন করা হয়েছে। বাজার সংযোগ স্থাপনের মাধ্যমে দেশে-বিদেশে ভোক্তার নিকট সুলভে ‘তুলশীমালা চাল’ বিপণন করে প্রান্তিক কৃষকের জীবনমানের টেকসই উন্নয়ন তথা জেলার আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিতকরণই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।