আব্দুল আজিম,স্টাফ রিপোর্টার
২১ শে ফেব্রয়ারী শহীদ দিবস ও মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরের বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী মোহাম্মদ আলী চৌধুরী সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
তিনি তার শুভেচ্ছা বার্তায় বলেন, ২১ শে ফেব্রæয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের জাতীয় জীবনে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অধ্যায়। আজকের এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি সকল ভাষা সৈনিকদের, সেই সাথে দিবসটি উপলক্ষে সকল দেশপ্রেমীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
১৯৫২ সালের এই দিনে মায়ের বাংলা ভাষার জন্য যারা রাজপথে বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীন দেশে বাংলা ভাষার জন্ম দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যার পথ বেয়েই ১৯৭১ সালের নেতৃত্বে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে বিশ্বের বুকে মাথা উচু করে দাড়িয়েছে স্বাধীন
বাংলাদেশের মানচিত্র। ৩০ লক্ষ শহীদ ও ৩ লক্ষ মা-বোনের বীরংগনা উপাধির বিনিময়ে অর্জিত স্বাধীনতার মাধ্যমে বাঙ্গালী জাতি পেয়েছিল বাংলাদেশ নামক একটি ভূ-খন্ড।মহান মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।