মহিপুর মানবিক সমাজ সেবা সংগঠনের ইফতার ও ঈদ উপহার বিতরণ
জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:
মানবিক সমাজ সেবা সংগঠনটি করোনা কালীন সময় থেকে তাদের কার্যক্রম শুরু করেছে, তবে ২০২১ সাল থেকে আনুষ্ঠানিক ভাবে তাদের কার্যক্রম শুরু করে এযাবত তারা কলাপাড়া উপজেলার বিভিন্ন প্রান্তে বিনামূল্যে ব্লাড গ্রুপিং সহ অসহায় ও মানুষিক ভারসাম্যহীন মানুষের মাঝে খাবার এবং বস্ত্র বিতরণ করে আসছে।তারা করোনা কালীন সময়েও খাবার সামগ্রী বিতরণ সহ নানান সচেতনতা মূলক প্রচারণা চালিয়েছে।
এছাড়াও তারা অসহায় হতদরিদ্র পরিবারকে বিভিন্ন সময় আর্থিক সহযোগিতাও দিয়ে আসছে।গতকাল ১৪ এপ্রিল, শুক্রবার সমাজের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সমাজের ছিন্নমূল মানুষের জন্য ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন সংগঠনটির সভাপতি উদ্ভাবক মাহবুবুর রহমান শাওন।
তিনি বলেন তারা ঈদের আগের দিন পর্যন্ত তাদের এই কার্যক্রম অব্যাহত রাখবে।তিনি সমাজের ছিন্নমূল মানুষের জন্য বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।
অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ পরিষদের সিনিয়র সদস্য জনাব সৈয়দ মোঃ আনিচ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি উদ্ভাবক মোঃমাহবুবুর রহমান শাওন, সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হাওলাদার।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান জনাব সেলিম হাওলাদার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম ও মহিপুর ইউনিয়ন পরিষদের আরো বেশ কয়েকজন ইউপি সদস্য সহ সংগঠনটির সাবেক সাঃসম্পাদক ইমরান সিকদার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম,তদন্ত বিষয়ক সম্পাদক সোহাগ হাওলাদার,কোষাধ্যক্ষ জাহিদ জিয়া, যুগ্ন সাংগঠনিক সম্পাদক ফেরদৌস,আরিফুল ইসলাম,সুজন এবং সংগঠনের অন্যান্য সিনিয়র নেত্রী বৃন্দ।