মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য আপার উঠান বৈঠক
মোঃ জাবের আলী, সিনিয়র স্টাফ রিপোর্টার।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে উপজেলা তথ্য কেন্দ্রের উদ্যোগে “প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)” অদ্য ২২-০৮-২০২৩ ইং আজিজ নগর ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের উঠান বৈঠক বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আনসার/ভিডিপি কর্মকর্তা আঙ্গুরা বেগম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তথ্য সেবা কেন্দ্রের কর্মকর্তা মিসেস আলো তঞ্চঙ্গা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক জাবের আলী এবং আনসার ভিডিপি ইউনিয়ন দলনেত্রী নাসিমা বেগম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আলমগীর হোসেন রানা, হিল ভিডিপি কমান্ডার জয়নাল আবেদীন,
উপজেলা তথ্য সেবা কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ এবং দুইটি ওয়ার্ডের ১৮ থেকে ৩৫ বছর বয়সী মহিলা গণ।প্রধান অতিথি জনাবা আঙ্গুরা বেগম, প্রধান বক্তা আলো তঞ্চঙ্গা এবং বিশেষ অতিথি সাংবাদিক জাবের আলী বক্তব্য রাখেন। বক্তাগণ পিছিয়ে পড়া মহিলাদের সচেতনতা বৃদ্ধি এবং দৈনন্দিন সমস্যার সমাধানে প্রদত্ত সেবা সম্পর্কে আলোকপাত করেন।
বিশেষ করে তথ্যপ্রযুক্তি বিষয়ক সচেতনতা, গ্রামীণ নারীদের উৎপাদিত পণ্য বিক্রয়ে ইন্টারনেট মার্কেট সম্পর্কে ধারণা, আধুনিক কৃষি ও ব্যবসা সম্পর্কে ধারনা, পরিবেশ সংরক্ষণে বৃক্ষ রোপনের গুরুত্ব,বাল্য বিবাহ প্রতিরোধ ও আইনী সহায়তা প্রদান এবং বিভিন্ন রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য সচেতনতা মূলক আলোচনা করেন।
পরিশেষে উপস্থিত মহিলাদের মধ্যে নাস্তা এবং যাতায়াত ভাতা প্রদান করা হয়।